Narendra Modi: মোদী আসছেন কলকাতায়, নীল সাদায় ঢাকছে শহর,ঝকঝকে হচ্ছে মহানগরী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আসছেন কলকাতায়। আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক রাজ্যের মুখ্য়মন্ত্রী, উপমুখ্য়মন্ত্রী। সব মিলিয়ে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মহানগরী। একেবারে ঝকঝকে করে তোলা হচ্ছে রাস্তার দুপাশকে। সরিয়ে ফেলা হচ্ছে আবর্জনা। ঢেকে ফেলা হচ্ছে যাবতীয় বিবর্ণতা। রাস্তায় দুপাশে পড়ছে রঙের প্রলেপ। আর তার সঙ্গে নীল সাদা কাপড়ে মুড়ে ফেলা হচ্ছে রাস্তার দুধার।

আসছেন ভারতের প্রধানমন্ত্রী। উৎসাহে টগবগ করে ফুটছে বিজেপি শিবির। শহরকে মোদীর ছবি দিয়ে মুড়ে ফেলতে চেষ্টা কোনও কসুর করছে না গেরুয়া শিবির। এদিন বিজেপির রাজ্য় সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার হাওড়া স্টেশনে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন।

এদিকে শহরকে আরও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন ব্রিজের রেলিংয়ে রঙ করা হচ্ছে। ধোয়া হচ্ছে মূর্তি। আসলে শুধু দেশের প্রধানমন্ত্রী নন, জাতীয় গঙ্গা কমিশনের বৈঠকে যোগ দিতে একাধিক রাজ্য়ের মুখ্যমন্ত্রীও আসছেন কলকাতায়। সেকারণেই ভিনরাজ্যের হেভিওয়েটদের সামনে তিলোত্তমাকে একেবারে সাজিয়ে গুছিয়ে হাজির করা হবে। তার চেষ্টা চলছে পুরোদমে।

এদিকে নীল সাদা কাপড় দিয়ে বস্তিও ঢেকে ফেলা হচ্ছে বলে খবর। মোদীর যাওয়ার রাস্তায় এই কাজ হচ্ছে বলে খবর। তবে তৃণমূল নেতৃত্ব এই ঢেকে দেওয়ার অভিযোগ মানতে চাননি।

হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকাতেও ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। সেখানেও পড়েছে নতুন রঙের প্রলেপ। ২১,২২ ও ২৩ নম্বর প্লাটফর্মকে বন্ধ রাখা হচ্ছে। সাফ সুতরো হচ্ছে পুরোদমে। হাওড়া ব্রিজেও রয়েছে কড়া নিরাপত্তা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন এলাকায়।

বন্দে ভারতের সূচনা করবেন তিনি। পাশাপাশি একাধিক প্রকল্পেরও সূচনা করবেন তিনি। গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে সাতটি নিকাশি প্রকল্পের সূচনা করবেন তিনি। ৯৯০ কোটি টাকা ব্যয়ে ৬১২ কিমি এলাকা জুড়ে ২০টি নিকাশি প্রকল্পেরও সূচনা করবেন তিনি। এই প্রকল্পগুলি মোটামুটি নবদ্বীপ, বজবজ, কাঁচরাপাড়া, উত্তরপাড়া-কোতরং, হালিশহর ব্যারাকপুর সহ একাধিক পুরসভাতে কাজ করবে।

জাতীয় গঙ্গা কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকেও হাজির থাকবেন প্রধানমন্ত্রী। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী কলকাতায় ৩০ ডিসেম্বর ন্য়াশানাল গঙ্গা কাউন্সিলের মিটিংয়ে সভাপতিত্ব করবেন। জলশক্তি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরাও এই মিটিংয়ে অংশ নেবেন।গঙ্গা নদী ও তার শাখা নদীগুলিকে দুষণমুক্ত করার জন্য ও নদীগুলি পুনরুজ্জীবনের ব্যাপারে যাবতীয় উদ্যোগ নিচ্ছে ন্য়াশানাল গঙ্গা কাউন্সিল।