Pele Demise: Top Records And Unknown Facts Of This Legendary Brazilian Footballer


রিও দি জেনেইরো: দীর্ঘদিন ধরে চলছিল লড়াই। অবশেষে সেই লড়াই শেষ হল। ৮২-তেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে (Pele)। শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের (Brazil) সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Hospital Albert Einstein Sao Paulo) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের কিংবদন্তি কেরিয়ারে একগুচ্ছ রেকর্ড গড়েছেন ‘ফুটবলের সম্রাট’।

ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে ফুটবলমহলে শোকের ছায়া। ১৫ বছর বয়সে স্যান্টোসের হয়ে খেলা শুরু করে ১৭ বছরে বিশ্বকাপজয়। ১৯৬৯ সালে শুধুমাত্র পেলেকে খেলতে দেখার জন্যই দিন দু’য়েক নাইজেরিয়ার গৃহযুদ্ধ বন্ধ ছিল। একমাত্র ফুটবলার হিসাবে তিন বিশ্বকাপ ট্রফিজয়, পেলের কেরিয়ারে রেকর্ডের কমতি নেই। এক নজরে দেখে নেওয়া যাক কিংবদন্তি ব্রাজিলিয়ানের রেকর্ডগুলি।

তিন বিশ্বকাপ জয়

পেলেই একমাত্র ফুটবলার যিনি এক, দুই নয়, তিন তিনটি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ জেতেন পেলে। এরপর ১৯৭০ সালে ফের একবার বিশ্বকাপ ট্রফি পেলের হাতে ওঠে। 

কেরিয়ারে সর্বাধিক গোল

ফিফার বিচারে পেলেই সর্বকালের সর্বাধিক গোলদাতা। পেলে নিজে জানান তিনি নিজের কেরিয়ারে মোট ১২৮৩টি গোল করেছেন। তবে এই পরিসংখ্যান নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা রয়েছে। 

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা

ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল, আর সেই দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (যুগ্মভাবে) হলেন পেলে। সেলেসাওয়ের হয়ে ৯২ ম্যাচ খেলে তিনি ৭৭টি গোল করেছেন। 

কণিষ্ঠতম বিশ্বজয়ী

মাত্র ১৭ বছর ২৪৯ দিনে প্রথমবার বিশ্বকাপ জেতেন ‘ফুটবলের সম্রাট’। আজ অবধি এটি একটি রেকর্ড। এখনও অবধি পেলেই কণিষ্ঠতম বিশ্বজয়ী।

কণিষ্ঠতম গোলদাতা

১৭ বছর ২৩৯ দিনে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন পেলে। তিনিই বিশ্বকাপের মঞ্চে কণিষ্ঠতম গোলদাতা। ১৭ বছর ২৪৪ দিনে তিনি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন পেলে। সেই বারের ফাইনালে মাঠে নেমেই গোলও করেন তিনি। প্রতিটিই আজও রেকর্ড।

সর্বাধিক অ্যাসিস্ট

গোলদাতা পেলেকে তো সকলেই চেনেন। তবে গোল করানোর ক্ষেত্রেও কিন্তু পেলের কৃতিত্ব খুব একটা কম নয়। তিনিই বিশ্বকাপে সর্বাধিকবার সফলভাবে গোলের পাস বাড়িয়েছেন। পেলে ফুটবল বিশ্বকাপের মঞ্চে মোট ১০টি অ্যাসিস্ট দিয়েছেন, যা একটি রেকর্ড। এক বিশ্বকাপে পেলে ছয়টি অ্যাসিস্টও একটি রেকর্ড।

১০০-র অধিক গোল  

পেলে নিজের কেরিয়ারের দুই বছর ১০০-র অধিক গোল করেছেন। ফিফার তরফে জানানো হয় পেলে ১৯৫৯ সালে ১২৭ গোল ও ১৯৬১ সালে ১১০টি গোল করেছেন বলে ফিফার তরফে জানানো হয়। যদিও পেলেই এক বছরে সর্বাধিক গোল করেছেন সেই নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। গিনিস বুকের মতে অবশ্য লিওনেল মেসিই এক বছরে সর্বাধিক গোল করেছেন।

আরও পড়ুন: শততম টেস্টে ঐতিহাসিক দ্বিশতরান করেই অবসর নিয়ে মুখ খুললেন ওয়ার্নার