Rishabh Pant Being ‘looted’ After Nasty Car Accident Has Left Internet Furious, Know In Details


নয়াদিল্লি: কয়েক মুহূর্ত আগেই ঘটে গিয়েছে ভয়াবহ সেই ঘটনা। ডিভাইডারে প্রবল বেগে ধাক্কা মেরে উল্টে গিয়েছে তাঁর গাড়ি। ভেতরে প্রাণরক্ষার জন্য ছটফট করছেন তিনি, ভারতীয় দলের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ।

আর সেই সময়ই অমানবিকতার শিকার তারকা ক্রিকেটার? 

অভিযোগ, উদ্ধারের নামে উইকেটরক্ষকের গাড়িতে লুঠ চালিয়েছেন কয়েকজন। একটি ব্যাগে বেশ কিছু নগদ টাকা ছিল পন্থের। সূত্রের খবর, গাড়ির মধ্যে ৩-৪ লক্ষ নগদ টাকা ছিল। দুর্ঘটনার পর গাড়ির মধ্যে থেকে সেই টাকাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। সেগুলি প্রায় সবই নিয়ে নিয়েছেন কয়েকজন। জানা গিয়েছে, তাঁরা স্থানীয়দেরই একাংশ।

পরে পন্থকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে টাকার ব্যাগের কোনও হদিশ পাওয়া যায়নি বলেই খবর।

জানা গিয়েছে, বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিলেন পন্থ। সে সবেরও কোনও খোঁজ পাওয়া যায়নি। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তাঁর অসহায়তার সুযোগে নগদ প্রায় চার লক্ষ টাকা লুঠ হয়ে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আবার কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, রাতের অন্ধকারে এত টাকা নিয়ে একা কেন বেরিয়েছিলেন পন্থ?

 


জাতীয় দলের তারকা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ফেরার পর মাকে চমক দিতে চেয়েছিলেন তিনি। তাই রুরকির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি গোপন রাখতে একা গাড়ি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল পরিবারের সকলকে নিয়ে বড় করে ইংরেজি নববর্ষ পালন করবেন। সে জন্যই নাকি নিয়েছিলেন এত নগদ অর্থ। দুর্ঘটনার পর চিকিৎসককে সেরকমই জানিয়েছেন পন্থ।

বড়দিন ও ইংরেজি নববর্ষের আবহে গোটা দেশ রয়েছে উৎসবের মেজাজে। যদিও শুক্রবার ভোরে শিউড়ে উঠেছিলেন সকলে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনার ভয়াবহ ছবি ও ভিডিও। গুরুতর জখম উইকেটকিপার হাসপাতালে ভর্তি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে (BCCI) বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পন্থ স্থিতিশীল। বিপন্মুক্ত। তবে শরীরের একাধিক জায়গায় বড়সড় চোট রয়েছে।

আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?