Adi Ganga: আদিগঙ্গা পরিষ্কারে ৬০০ কোটির তহবিল করছে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পরে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিয়ে গঙ্গার জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘নামামি গঙ্গে’ প্রকল্পে বাংলায় একাধিক কাজ শুরু করা হবে। সেই বৈঠকে উঠে এসেছে আদি গঙ্গার প্রসঙ্গ। আদি গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ৬০০ কোটি টাকার তহবিল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার হেস্টিংসে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক হয়। তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এছাড়াও, ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গঙ্গা পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি আদিগঙ্গা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আদি গঙ্গার পরিস্থিতি ভালো নয়। তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আধুনিক পরিকাঠামো তৈরি করা হবে। এর জন্য মোট ৬০০ কোটি টাকার তহবিল তৈরি করা হচ্ছে।’ গঙ্গা পরিষ্কার করা প্রসঙ্গে তিনি বলেন, ‘গঙ্গাবক্ষ থেকে বর্জ্য নিষ্কাশনের জন্য কাজ চলছে। নিষ্কাশন প্রণালীকে আধুনিকীকরণ করা হচ্ছে।’ মোদী জানান, নমামি গঙ্গে’ প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ২৫টির বেশি নিকাশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এখানে ১১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আরও ৭টি প্রকল্পের কাজ শেষ হতে চলেছে। এছাড়াও আরও ৫টি প্রকল্পের জন্য ১,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে।

এদিন বৈঠকে সুন্দরবনের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়লা, আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য সুন্দরবন মাস্টার প্লানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি নদি ভাঙনের বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন মমতা।