BJP Leaders: প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ–সুকান্ত–শুভেন্দুর, কে–কি লিখলেন?‌

আজ, শুক্রবার ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শতায়ু হীরাবেন মোদী। আর তার জেরে আজ বাংলা সফর বাতিল করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী। এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রিয়াঙ্কা গান্ধী। এমনকী শোক প্রকাশ করে টুইট করেছেন বিজেপির তিন বঙ্গ–নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ এদিন সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণ করতে গিয়ে খবর পান বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহের ছায়ায় আগলে রেখেছিলেন। মাতৃ বিয়োগ সব থেকে বড় ক্ষতি। তিনি দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহছায়া দিয়েছেন। শোকের আবহ। পৃথিবীর নিয়মে সবাইকে একদিন চলে যেতে হয়। আত্মার শান্তি কামনা করি। আজ প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রী সশরীরে এলে আমরা আরও উৎসাহিত হতাম।’‌

ঠিক কী লিখেছেন শুভেন্দু অধিকারী?‌ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে শোকপ্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘‌প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরিবারের প্রতি সমবেদনা জানাই। অত্যন্ত হৃদয়–বিদারক ঘটনা। আমি ভগবান শিবের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি। প্রধানমন্ত্রীর জন্য আমার সমবেদনা রইল। তাঁর মায়ের আরও সন্তানদের জন্যও রইল সমবেদনা। ওম শান্তি।’‌

ঠিক কী টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি?‌ প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইটে লেখেন, ‘‌প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। নিজের সারল্য এবং মূল্যবোধের জন্য তিনি আজীবন দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।’‌