Siliguri: হুবহু চিতাবাঘের মতো দেখতে! আনারস বাগানে ৫টি শাবককে ঘিরে আতঙ্ক ফাঁসিদেওয়ায়

শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে আবারও চিতা বাঘের আতঙ্ক। শনিবার সকালে এই ব্লকের চটহাট অঞ্চলের জোরপাকড়ি ও হরদিগছ গ্রামের আনারস বাগানে পাঁচটি শাবক দেখতে পেয়েছেন স্থানীয়রা। এই শাবকগুলি দেখতে হুবহু চিতাবাঘের মতোই। তাকে ঘিরেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ঘটনার পরেই এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।

জানা গিয়েছে, আজ সকালে আনারস বাগানে শ্রমিকরা কাজ করতে যান। তখনই তাঁরা শাবকগুলিকে দেখতে পান। আতঙ্কে সঙ্গে সঙ্গে তাঁরা চা বাগান ছেড়ে পালান। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও স্থানীয়দের দাবি, এই গ্রামে আগে কোনওদিন চিতা বাঘ দেখা যায়নি। তবে এলাকার আনারস বাগানগুলিতে প্রায় ৫০০ জন শ্রমিক কাজ করেন। যদি সত্যি করে চিতা বাঘ হয় তাহলে প্রাণহানির আশঙ্কা থাকতে পারে। সেই আতঙ্কে তড়িঘড়ি স্থানীয়রা বনদফতরের ঘোষপুকুর রেঞ্জ খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। এরপরে শাবকগুকি দেখতে সেখানে স্থানীয়দের ভিড় জমে। যদিও শাবকগুলি চিতা বাঘেরই কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন বনকর্মীরা।

ঘোষপুকুরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, শাবকগুলি খুবই ছোট। তাই এখনই বোঝা যাচ্ছে না এগুলি চিতাবাঘের শাবক কিনা। বন বিড়াল কিংবা সাধারণ বিড়ালের শাবকও হতে পারে। বনকর্মীরা নজরে রেখেছেন। শাবকগুলির মা যতক্ষণ না তাদের কাছে আসছে ততক্ষণ বোঝা যাবে না। মা আসলেই বোঝা যাবে শাবকগুলি কোন প্রাণীর।’ শাবকগুলিকে কেউ যাতে বিরক্ত করতে না পারে তার জন্য বনকর্মীরা এসে শাবকগুলিকে ঘিরে রাখেন। এই ঘটনায় মাঠে কাজ করতে আসা কৃষকরা জানান, আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। প্রত্যেকটি গ্রামের মানুষই এই খবর শুনে আতঙ্কে রয়েছে। তারা চান যত দ্রুত সম্ভব বনদফতর ও প্রশাসন এই শাবকগুলিকে উদ্ধার করে নিয়ে যাক।