Uttarakhand Police Say Rishabh Pant Wasn’t Over Speeding Or Drunk


নয়াদিল্লি: দুর্ঘটনার সময় কি মদ্যপ অবস্থায় ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)? প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না বলেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি?

দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন পন্থ। তারপর থেকেই উঠছে এই প্রশ্ন। তবে শনিবার উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে যে, হরিদ্বারের কাছে যখন পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। এমনকী, তাঁর গাড়ির গতিবেগও অতিরিক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রবল গতিতেই ডিভাইডারে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে পন্থের গাড়ি।

পুলিশ সূত্রে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় থাকলে কেউ দিল্লি থেকে ২০০ কিলোমিটার রাস্তা কোনও সমস্যা ছাড়া চালিয়ে আসতে পারত না। বলা হচ্ছে, রুরকির হাসপাতালে যে চিকিৎসক পন্থের প্রাথমিক চিকিৎসা করেছিলেন, তিনিও জানিয়েছিলেন যে, পন্থ মদ্যপ ছিলেন না।                                                                                                     

প্রাণরক্ষা করে নায়ক

দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। দৌড়ে যান। দেখেন, গাড়ির ভেতর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন চালক। বিছানার চাদর দিয়ে তাঁকে আগুনের গ্রাস থেকে রক্ষা করেন সুশীল। তারপর খবর দেন অ্যাম্বুলেন্সে।

সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী’।

আরও পড়ুন: ‘গাড়িটা আস্তে চালাস’, পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন