আবাস যোজনার ঘরের বিনিময়ে ১০০০ টাকা করে তোলা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এবার আবাস যোজনার ঘরের নথিতে সই করার বদলে উপভোক্তাদের থেকে ১০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। শুধু টাকা নেওয়াই নয়, সেই টাকার রসিদও দিচ্ছে পঞ্চায়েত। তাদের দাবি, পঞ্চায়েতের উন্নতিকল্পে নেওয়া হচ্ছে এই টাকা।

অভিযোগ পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত গড়বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সেখানে আবাস যোজনার উপভোক্তাদের থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপভোক্তারা জানিয়েছেন, আমাদের কাগজপত্র সব ঠিক আছে। তার পরেও কাগজে সই করাতে গেলে পঞ্চায়েতের তরফে জানানো হচ্ছে ১০০০ টাকা দিতে হবে। নইলে নথিতে সই করবেন না পঞ্চায়েত প্রধান।

এব্যাপারে পঞ্চায়েত প্রধান অঞ্জনা মণ্ডল বলেন, ‘পঞ্চায়েতের নিজের কোনও আয় নেই। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পেয়েছেন তাদের থেকে ১০০০ টাকা করে নিচ্ছি। সেই টাকা পঞ্চায়েতের উন্নয়নে কাজে লাগানো হবে। আমরা টাকার বিনিময়ে রসিদও দিচ্ছি। ফলে এখানে কোনও দুর্নীতি নেই।’ কিন্তু কেউ টাকা দিতে না পারলে তাঁর নথি আটকে রাখা হচ্ছে কেন? জবাবে তাঁর মুখে কোনও কথা সরেনি। বিরোধীরা বলছে, আবাস যোজনায় কাটমানি তোলার নতুন রাস্তা তৈরি করেছে তৃণমূল।