কেমন হতে পারে হাওড়া – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি?

নতুন বছরে পশ্চিমবঙ্গকে নতুন বন্দে ভারত ট্রেন উপহার দিয়েছে মোদী সরকার। দ্রুতগামী এই ট্রেনকে ঘিরে রাজ্যজুড়ে উন্মাদনা তুঙ্গে। মাত্র ৮ ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ট্রেনটি। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সেই রোমাঞ্চের রেশ কাটতে না কাটতে হাওড়া থেকে আরও এক বন্দে ভারত ট্রেন চালুর সম্ভাবনার কথা প্রকাশ্যে এল। শুধু ট্রেন চলার সম্ভাবনার কথাই নয়, খোঁজ পাওয়া গিয়েছে খসড়া সময় সারণির।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি ছুটবে বিশ্বের সব থেকে পুরনো শহর তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর মধ্যে। নতুন রেক হাতে পেলেই চালু হয়ে যাবে এই ট্রেন। তেমনটা হলে কলকাতা থেকে বারাণসী ৭৬০ কিলোমিটার দূরত্ব পৌঁছনো যাবে মাত্র ১০ ঘণ্টা ০৫ মিনিটে।

রেল সূত্রে পাওয়া সূচি অনুসারে NJP বন্দে ভারতের সঙ্গেই হাওড়া থেকে সকাল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি সকাল ঠিক ৮টায় প্রথমবার থামবে আসানসোলে। তার পর বেলা ১২.৩৫ মিনিটে পটনায় থামবে ট্রেনটি। বিকেল ঠিক ৪টেয় ট্রেনটি পটনা পৌঁছবে।

তবে এই ট্রেন কবে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে, তাদের সব পরিকাঠামো তৈরি। শুধুমাত্র চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে নতুন রেক পাওয়া গেলেই যাত্রা শুরু করবে হাওড়া – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। তার আগে স্পষ্ট হবে ট্রেনের ভাড়া ও ফিরতি ট্রেনের সময় সূচি।