পঞ্চায়েত হয়েছে চোরের আখড়া, আর বিডিওগুলো সব থেকে বড় ডাকাত: দিলীপ ঘোষ

রাজ্যের বিডিও অফিসগুলো ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সন্ধে হলে সেখানে তৃণমূল নেতাদের সঙ্গে ভাগ বাটোয়ারা করেন বিডিওরা। তাই রাজ্যের সমস্ত বিডিও অফিস ঘেরাও করতে হবে। বিডিওগুলো সব থেকে বড় ডাকাত। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক দলীয় সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমনকী বিডিওদের ‘সব থেকে বড় ডাকাত’ বলেও উল্লেখ করেন তিনি।

দিলীপবাবু বলেন, ‘কেন্দ্রের টাকা পঞ্চায়েতে আসবে আর সেখান থেকে খরচ হবে। কারণ মাঝ পথে টাকা চুরি হয়ে যায়। কিন্তু এই পঞ্চায়েত এখন চোরের আখড়া হয়েছে। আর যার মাধ্যমে টাকা আসে। সেই বিডিও সব থেকে বড় ডাকাত। সন্ধ্যা হলে ডাকাতদের সঙ্গে ফিস্ট করে। সারা বাংলায় প্রায় ৪০০টা বিডিও অফিস আমরা ঘেরাও শুরু করেছি। এই জেলাতেও করতে হবে। সব বিডিও অফিস ঘেরাও করতে হবে। ওইটা হচ্ছে ঘুঘুর বাসা’।

দিলীপ ঘোষের দাবি, ‘সন্ধ্যা হলে টিএমসি লিডার আর বিডিও মিলে ভাগবাটোয়ারা করে। ১০০ দিনের কাজের টাকা কত মারা হবে, কার বাড়ির টাকা নেওয়া হবে, কোন ব্যাটা টাকা দেয়নি তার নাম কেটে অন্য লোককে দেওয়া হবে। যে টাকা দেবে’।

তিনি জানান, ‘যেই আমরা বিডিও অফিস ঘেরাও করতে শুরু করেছি, বিডিও বলছেন, যা করার করুন, আমার কিছু করার নেই। আমাকে যা বলছে আমি তাই করছি। চাকরি করেন। তুই ব্যাটা টাকা নিলি কেন তাহলে’?

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। অভিযোগ, প্রায় সর্বত্র পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে তালিকায়। অথচ বাদ গিয়েছে কাঁচা বাড়ির বাসিন্দাদের নাম। কোথাও তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা সদস্যের পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে তালিকায়।