ভালো ডাক্তারি কলেজে ভরতির প্রতিশ্রুতি, ১৪ লাখ টাকা খোয়ালেন ছাত্র!

এমবিবিএসে ভর্তি করানোর নামে এক ছাত্রের কাছ থেকে ১৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির নয়ডায়। প্রতারিত ছাত্রের নাম দর্শিকা সিং। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। এই ঘটনায় তিনি নয়ডা পুলিশের কাছে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

ছাত্রের অভিযোগ, তিনি ২০২২ সালে নিট পরীক্ষা দিয়েছিলেন। এরপর ভর্তির জন্য ভালো একটি মেডিক্যাল কলেজ খুঁজছিলেন। সেই সময় গত ১৩ অক্টোবর একজন ব্যক্তি তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি নিজেকে নয়ডা-ভিত্তিক ট্রুথ অ্যাডভাইজার কেরিয়ারের একজন আধিকারিক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি নিজের নাম জয় মেহতা বলে জানান। তিনি জানান, নয়ডার সেক্টর ১২৫–এ তাঁদের অফিস অবস্থিত। এরপর ওই ব্যক্তি এমবিবিএস কোর্সে ভর্তি করার আশ্বাস দেন। তার জন্য ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ লক্ষ পাঠান দর্শিকা। তিনি জানান, ওই ব্যক্তি তাঁকে বেঙ্গালুরু, কর্ণাটক বা উত্তর প্রদেশের বারাণসীতে একটি মেডিক্যাল কলেজে ভর্তির আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। ওই ছাত্রের অভিযোগ, জানুয়ারির প্রথম সপ্তাহে কলেজে যেতে হবে বলে তাঁকে জানানো হয়েছিল। তারপর কোনও কলেজ থেকে তিনি ডাক পাননি। এরপরেই ওই ব্যক্তিকে ফোন করেন। কিন্তু, তার ফোন বন্ধ থাকায় সন্দেহ হয় ওই ছাত্রের। অবশেষে ওই সংস্থার অফিসেও তিনি যান। সেখানে গিয়ে দেখেন অফিসটিও বন্ধ রয়েছে। এমনকী বেঙ্গালুরু এবং বারাণসীর কলেজগুলির সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু, সেখানে কোনও টাকা দেওয়া হয়নি বলে তাঁকে জানানো হয়। অবশেষে তিনি থানার দ্বারস্থ হন। ছাত্রের কথায়, ‘আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। মনে হচ্ছে আমার কেরিয়ার নষ্ট হয়ে গেল।’ অভিযুক্তদের সন্ধানের তদন্ত শুরু হয়েছে বলে থানার ইনচার্জ সতেন্দ্র কুমার জানিয়েছেন।