Bhupinder Singh Gill To Become First Sikh-punjabi Assistant Referee In Premier League History


লন্ডন: আজ মধ্যরাতে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে সেন্ট মেরিজ স্টেডিয়ামে সাউদাম্পটনের বিরুদ্ধে মাঠে নামছে নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচেই এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম শিখ-পাঞ্জাবি হিসাবে এই ম্য়াচেই সহকারী রেফারির দায়িত্ব পালন করতে চলেছেন ভুপিন্দর সিংহ গিল (Bhupinder Singh Gill)। 

বাবার পথে ছেলে

৩৭ বছর বয়সি ভুপিন্দর তাঁর বাবার দেখানো পথেই হাঁটতে চলেছেন। ভুপিন্দরের বাবা জার্নেইল সিংহ ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইংরেজ ফুটবল লিগে প্রায় ১৫০টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। তিনিই ইংরেজ ফুটবলের ইতিহাসে প্রথম পাগড়িপরিহিত রেফারি। এবার তাঁর দেখানো পথেই তাঁর ছেলেও ইতিহাস গড়তে চলেছেন। প্রসঙ্গত, ভুপিন্দরের দাদা সানিও এই মরসুমেই নর্দ্যাম্পটন ও হার্টপুলের মধ্যেকার লিগ টুয়ের ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন। জার্নেইলের পরে তিনিই ইংরেজ ফুটবলের প্রথম ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান রেফারি। এবার তাঁদের দেখানো পথেই ইতিহাস গড়তে চলেছেন ভুপিন্দরও।

ইংল্যান্ডের বিভিন্ন লিগ ম্যাচে রেফারি নিয়োগের দায়িত্বে থাকা প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব গিলেকে সাউদ্যাম্পটন ম্যাচের দায়িত্বে নিয়োগ করার সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছেন। ভুপিন্দর আশা করছেন তাঁকে দেখে ভবিষ্যত প্রজন্মের বহু খুদেরা, বিশেষত এশিয়ান বংশোদ্ভুতরা রেফারি হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে।

  

‘গার্ড অফ অনার’

স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন পর্যন্ত নিজের দেশ আর্জেন্তিনাতেই ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে নতুন বছরেই ছুটি শেষে ক্লাব প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে খেলতে ফ্রান্সে ফিরলেন মেসি। আজ, বুধবারই (৪ জানুয়ারি) অনুশীলনেও নেমে পড়লেন ‘এলএম১০’। মেসির ক্লাব পিএসজির তরফে মেসির আগমনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে সকলে মিলে ‘গার্ড অফ অনার’ দেন। সেখানে কিলিয়ান এমবাপের ভাই ইথান এমবাপেকেও উপস্থিত থাকতে দেখা যায়। মেসির দীর্ঘদিনের বন্ধু নেমারও মেসির আগমনের পর তাঁকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ ও মেসির কোনও ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি। প্রসঙ্গত, এমবাপের হ্যাটট্রিক সত্ত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েই বিশ্বজয়ী হয় আর্জেন্তিনা। তবে দেশের হয়ে বিশ্বকাপের প্রভাব কখনই ক্লাব ফুটবলে পড়বে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। 

আরও পড়ুন: সাংবাদিক সম্মেলনে বড় ভুল, ‘সৌদি আরব’কে ‘দক্ষিণ আফ্রিকা’ বলে বসলেন রোনাল্ডো