IND vs SL Score Live Updates India vs Sri Lanka 1st T20I Live Cricket Score Telecast Ball By Ball Commentary

মুম্বই: বৃষ্টি বিঘ্নিত নিউজিল্যান্ড টি-২০ সিরিজে এসেছে জয়। এবার ঘরের মাঠে সামনে শ্রীলঙ্কা (Sri Lanka Tour)। তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে নামছে হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। যে সিরিজে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুলদের (KL Rahul) পাচ্ছে না ভারত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রথম টি-২০ ম্যাচ। উল্লেখ্য, তিন টি-২০ সিরিজের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্য়াচের সিরিজও খেলতে নামবে ভারত। যার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। এই বছরে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বছরের শুরতেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন হার্দিক পাণ্ড্য । এটাই তাঁর ‘নিউ ইয়ার রেজোলিউশন।’

হার্দিকের ‘রোজোলিউশন’ 

রোহিত শর্মার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে হার্দিককে তাঁর নতুন বছরের ‘রোজোলিউশন’ নিয় প্রশ্ন করা হলে, তিনি জবাবে বলেন, ‘আমার দেশের হয়ে বিশ্বকাপ জয় (রেজোলিউশন)। দুর্ভাগ্যবশত ২০২২ সালে আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে এই বছরে আমরা আরও ভালভাবে বিশ্বজয় করতে চাই।’ ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল আইসিসির একাধিক টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও, বিশ্বকাপ জিততে পারেনি। এবার পুরনো হতাশা দূর করার লক্ষ্যে বদ্ধপরিকর হার্দিক। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই ছিল টিম ইন্ডিয়ার শেষ আইসিসি ট্রফি জয়।