Lalan Sheikh: লালন শেখের রহস্যমৃত্যুতে সিবিআইকে নোটিশ দিল সিআইডি, কী আছে তাতে?‌

লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে সিবিআইয়ের হাতে নোটিশ ধরালো সিআইডি। দুই সিবিআই অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দিয়েছে সিআইডি। আজ, বুধবার সিজিও কমপ্লেক্সে গিয়ে নোটিশ দিয়ে এসেছে সিআইডি অফিসাররা। সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যমৃত্যু হয় লালন শেখের। বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত ছিল লালন শেখ। তাকে হেফাজতে নিয়ে অত্যাচার করে মারা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী রেশমা বিবি।

এদিকে সিবিআই সবাইকে নোটিশ দিয়ে বেড়ায়। কিন্তু এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই–ই এবার নোটিশের মুখে দাঁড়িয়েছে। সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে সবিস্তার তথ্য চায় রাজ্যের গোয়েন্দারা। তাই এই নোটিশ এদিন গিয়ে দিয়ে আসা হয়েছে। কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দেশ দিয়েছে, এই ঘটনায় সিবিআই অফিসারদের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারবে না সিআইডি। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর তারপরেই নোটিশ দেওয়া হয়েছিল। এবারের নোটিশে তারিখ দিয়ে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ।

অন্যদিকে ইতিমধ্যেই লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেছে সিআইডি’‌র অফিসাররা। আর বগটুই গ্রামে মৃত লালন শেখের শ্বশুরবাড়িতে পৌঁছয় সিআইডি’‌র পাঁচ সদস্যের দল। তাঁরা লালন শেখের পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছিলেন। লালন শেখের মৃত্যুর পর আগেও রামপুরহাটে অস্থায়ী সিবিআই ক্যাম্পে গিয়েছিলেন রাজ্য সিআইডি’‌র আইজি সুনীল কুমার চৌধুরী। লালন শেখকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন স্ত্রী রেশমা শেখ।

আর কী জানা যাচ্ছে?‌ নামপ্রকাশে অনিচ্ছুক এক সিআইডি অফিসার জানান, লালনের রহস্যমৃত্যু সংক্রান্ত সব কিছুর বিবরণ এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। রামপুরহাটে সিবিআইয়ের সেই অস্থায়ী শিবিরে হেফাজতে থাকা অভিযুক্তদের দেখভালের দায়িত্ব কাদের উপরে ন্যস্ত ছিল?‌ চাওয়া হয়েছে তাঁদের নামের তালিকা। পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট সিবিআই অফিসারদের বিবরণও।