Ram Mandir in Ayodhya: কবে রাম মন্দির তৈরি হবে? ত্রিপুরায় রথযাত্রার সূচনা করে তারিখ বেঁধে দিলেন শাহ

আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যিনি ভোটমুখী রাজ্যে রথযাত্রার সূচনা করেন।

বৃহস্পতিবার সাব্রুমে বিজেপির রথযাত্রার সূচনা করেন শাহ। সেই জনসভা থেকে শাহ বলেন, ‘রাম মন্দির কি নির্মাণ করা হবে নাকি হবে না? বাবর ধ্বংস করে দেওয়ার পর থেকে এবং আমরা স্বাধীনতা পাওয়ার পর থেকে আদালতে বিষয়টি জিইয়ে রাখার জন্য কংগ্রেস দায়ী ছিল। নরেন্দ্র মোদী যখন সরকারে আসেন এবং (রাম মন্দির নিয়ে) সুপ্রিম কোর্ট রায় দেয়, তখন উনি মন্দির নির্মাণের ঘোষণা করেছিলেন। ‘

কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ করে শাহ বলেন, ‘২০১৯ সালে রাহুল গান্ধী আমাদের খোঁচা দিতেন। রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দিইনি আমরা। বলিনি যে এই সময়ের মধ্যে রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। তাঁকে এবং সবাইকে বলতে চাই যে ২০২৪ সালের ১ জানুয়ারিতে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির।’

শুধু রাম মন্দির নয়, এক থেকে দুই বছরের মধ্যে ত্রিপুরায় ত্রিপুরাসুন্দরী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। সেইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মোদীর উপর আস্থা রাখার জন্য ত্রিপুরাবাসীকে আর্জি জানান শাহ। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশের মধ্যে অন্যতম সমৃদ্ধশালী রাজ্য হয়ে উঠবে। শাহের কথায়, ‘২০১৮ সাল থেকে বিপ্লবকুমার দেব এবং মানিক সাহার নেতৃত্বে যে উন্নয়নের সাক্ষী থেকেছেন, তা স্রেফ ট্রেলার ছিল। পুরো সিনেমা তো এখনও বাকি আছে।’