রোহিঙ্গা শিবিরে একজন গুলিবিদ্ধ, গ্রেনেডসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার ঘর থেকে অত্যাধুনিক গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। এ সময় ওই ঘরের মালিক মোহাম্মদ নবী নামের একজন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় রোহিঙ্গা শিবিরে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গ্রেনেড সদৃশ বস্তুটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি/৩৯ এলাকায় কথিত আরসা সদস্যের ৮-১০ জনের একটি দল প্রবেশ করে ৮-১০ রাউন্ড গুলি করে। এতে রোহিঙ্গা মোহম্মদ নবী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ঘরে গ্রেনেডসদৃশ বস্তুটি পাওয়া যায়।

তিনি আরও জানান, আপাতত বসতঘরটি ঘিরে রাখা হয়েছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন। গুলিতে আহত বসতঘরের মালিক মোহাম্মদ নুরুন নবীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালে তাকে এপিবিএন নিরাপত্তায় রাখা হয়েছে। নুরুন নবী মোহাম্মদ কাশিমের ছেলে।