East Bengal FC’s Aim Is To Finish In Top Six In ISL 20222-23 Claims Captain Cleiton Silva


কলকাতা: কাল শনিবার, ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলে নিজেদের ১২ নম্বর ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এই ম্যাচে মাঠে নামার আগেই এ মরসুমে দলের লক্ষ্যটা স্পষ্ট করে দিলেন তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা (Cleiton Silva)। ব্রাজিলিয়ান তারকা আশাবাদী যে ইস্টবেঙ্গল প্রথম ছয়ের মধ্যে থেকেই মরসুম শেষ করতে পারে। তবে তার জন্য আগামী কয়েকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ক্লেটন।

ছয়েই লক্ষ্য়

সাত গোল করে যুগ্মভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন বলেন, ‘লিগ তালিকায় প্রথম ছয়ের মধ্যে শেষ করাটাই আমাদের লক্ষ্য। অনেকেই মনে করেন না যে আমদের পক্ষে এমনটা করা সম্ভব নয়। তবে আমরা যদি পরবর্তী দুই, তিন ম্যাচে পয়েন্ট সংগ্রহ করতে পারি, তাহলে নিজেদের লক্ষ্যে পৌঁছনোটা কিন্তু অসম্ভব নয়।’ ক্লেটনের সাত গোল সত্ত্বেও লাল হলুদ, ১১টির মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতেছে এবং বাকি সাতটি ম্যাচে পরাজিত হয়েছে। ছয়ে থাকা ওড়িশা এফসির থেকে আপাতত সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তবে ওড়িশার থেকে একটি ম্যাচও কম খেলেছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা।

ক্লেটনের দাবি মরসুমের ১১টি ম্যাচ হয়ে গেলেও এখনও ইস্টবেঙ্গল নিজেদের সেরা একাদশ খুঁজে পায়নি। ‘এই দলে প্রচুর নতুন খেলোয়াড় রয়েছে যাদের বেশিরভাগই তরুণ। ওদের অভিজ্ঞতার অভাব রয়েছে। দলের ভারসাম্য বজায় রাখাটা খুবই কঠিন। ১১ জন খেলোয়াড়কে হুট করে মাঠে নামিয়ে দিয়ে সাফল্য পাওয়াটা খুবই কষ্টকর। আমরা এখনও সেরা একাদশ খুঁজছি এবং তারা যাদে ধারাবাহিকভাবে পারফর্ম করে তার জন্য খাটছিও বটে।’ বলেন ক্লেটন।

দীর্ঘমেয়াদি প্রক্রিয়া

আর্সেনালের উদাহরণ দিয়ে ক্লেটন ইস্টবেঙ্গলের সমর্থকদের ধৈর্য্য ধরতে অনুরোধ করেন। ক্লেটন বলেন, ‘আমাদের কঠোর অনুশীলন করতে হবে। তবে গোটা বিষয়টাই দীর্ঘমেয়াদি। উদাহরণ হিসাবে আর্সেনালকেই দেখুন। ওরা এখন প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে, তবে সেখানে পৌঁছতে ওদের কতটা সময় লেগেছে? থিয়রি অরিঁ, রবার্ট পিরেসের সময়কালে ওরা শেষবার প্রায় ১৫ বছর আগে শীর্ষে ছিল। ওরা দীর্ঘমেয়াদি এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আজ এই স্থানে পৌঁছেছে। আশা করছি আমাদের এতটা সময় লাগবে না।’

আরও পড়ুন: এশিয়া কাপেই ফের ভারত-পাক দ্বৈরথ, নিশ্চিত করলেন জয় শাহ