Gym: জিমে ওয়ার্কআউট করার সময় অঘটন, হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ মিনিটে ব্যক্তির মৃত্যু

জিমে ওয়ার্কআউট করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ইন্দোরে। মৃতের নাম প্রদীপ রঘুবংশী। তিনি পেশায় একজন হোটেল মালিক। ব্যায়াম করার সময় শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুবংশী দীর্ঘদিন ধরেই নিয়মিত জিমে যেতেন। সেই মতোই গতকালও জিমে গিয়েছিলেন। তখনই আচমকা তিনি মেঝেতে পড়ে যান। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কেন এমন ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। যদিও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু হয়েছে রঘুবংশীর।

এমন ঘটনার পরেই জিমে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সচেতন করছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, আজকাল সবাই জিমে যাওয়া শুরু করেছে। ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারি পরীক্ষা করা উচিত।বিশেষ করে একজন বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। রঘুবংশীর জিম প্রশিক্ষক বলেন, ‘ও আমাদের পুরোনো ক্লায়েন্ট এবং তিনি প্রতিদিন জিমে আসতেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং তিন মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়।’ তিনিও জিমে যাওয়ার আগে শারীরিক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, জিমে যাওয়ার আগে শারীরিক পরীক্ষা না করলে দুর্ঘটনা ঘটতে পারে।