Irfan Pathan Happy To Know That BCCI Has Short Listed 33 Cricketers As Back Up For Indian Cricket Team Ahead Of The ODI World Cup


মুম্বই: আর মাত্র ৯ মাস পরেই ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। যে টুর্নামেন্টের জন্য মূল ক্রিকেটারদের বেছে নেওয়ার ব্যাপারে সওয়াল করছেন প্রাক্তন ক্রিকেটারেরা। তাঁদের মতে, অনেক আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত, কাদের বিশ্বকাপের দলে রাখা হবে।

যদিও ভিন্নমত পোষণ করছেন ইরফান পাঠান (Irfan Pathan)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে ৩৩ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করে রেখেছে। যা নিয়ে ইরফান বলছেন, ‘বিশ্বকাপের এখনও ৯ মাস বাকি। শুধুমাত্র ২০ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো ঠিক নয়। আমি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকার নিরিখে জানি, ওখানকার কোচেরা রাহুল দ্রাবিড় ও ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে যোগাযোগ রেখেই সব করে। চুক্তিবদ্ধ ক্রিকেটার ছাড়াও ৩৩ জন ক্রিকেটারকে তৈরি রাখা হচ্ছে। ২০ জন ক্রিকেটার যথেষ্ট নয়। বিশেষ করে ৯ মাস দীর্ঘ সময় আর তার মধ্যে কারও চোট লাগতে পারে। ছন্দ হারাতে পারে। ৩৩ জন ক্রিকেটার সেরা কোচেদের প্রশিক্ষণে রয়েছে। যেমন রাজীব দত্তের হাতে ১৩ স্পিনার রয়েছে। অপূর্ব দেশাইয়ের হাতে ১৩ ব্যাটার রয়েছে। আরও কোচেরা আছে। সকলের তথ্য রাহুল দ্রাবিড়ের কাছে পাঠানো হয়। এটাই সঠিক পথ।’

ভিন্ন মত সঙ্গকারার

অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। যে টুর্নামেন্টে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে ভারতকে। তবে ওয়ান ডে বিশ্বকাপের আগে বাছাই করে ম্যাচ খেলা উচিত বলে মনে করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সঙ্গকারা বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব সব ধরনের ক্রিকেটেই পড়েছে। এমনকী, টেস্ট ক্রিকেটেও। তবে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সকলকে ফিট রাখাটা জরুরি। আর সব ধরনের ফর্ম্যাটে সব ম্যাচে খেলালে সেরা প্লেয়ারদের ফিট না-ও পাওয়া যেতে পারে। ওয়ার্কলোড সামলে পরিকল্পনা করতে হবে। ২০-৩০ বা আরও বড় দলও তৈরি করা যেতে পারে। তবে মূল দলে কারা থাকবে, সেটা অনেক আগে নির্ধারণ করে ফেলতে হবে। সেই প্লেয়ারদের ওপর নির্ভর করেই বাকি দল গঠন করা উচিত।’

উদাহরণ দিতে গিয়ে সঙ্গা বলেছেন, ‘ভারতীয় দলের কথাই যদি ধরেন, সবাই জানেন ওদের দলের মূল প্লেয়ার কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে। তবে সামনে বিরাট মরসুম পড়ে রয়েছে। তাই বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ওয়ার্কলোড সামলাতে হবে। আইপিএল আছে। আরও অনেক ক্রিকেট রয়েছে। তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে সকলের নজরে শুধু ওই টুর্নামেন্টটাই থাকা উচিত। সেরা প্লেয়ারদের অনেক ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। বাকিরা তাদের আশেপাশে খেলবে। তবে সকলের এটা জানা উচিত যে প্রথম পনেরোয় আসার লড়াইয়ে রয়েছে তারাও। যথেষ্ট পরিমাণে ওয়ান ডে ক্রিকেট খেলা উচিত সকলের। যাতে শরীর একেবারে তৈরি থাকে। যাতে বিশ্বকাপের আগে ওয়ান ডে দলটা তৈরি হয়ে যায়।’

আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর