Sarfaraz Ahmed: আট বছর পর স্বামীর টেস্ট সেঞ্চুরি! গ্যালারিতে অঝোরে কাঁদছেন স্ত্রী

২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান সফরে নিউজিল্যান্ড এসেছে জোড়া টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে (New Zealand tour of Pakistan, 2022-23)। করাচিতে দুইটি টেস্টই ড্র হয়ে গেল। অত্যন্ত পাটা পিচ বানানোর জন্য পাকিস্তান সমালোচিত হচ্ছে সারা দুনিয়ায়। তার ওপর দলের বোলারদের পারফরম্যান্সও একদমই পাতে দেওয়ার মতো নয়। পাকিস্তান ক্রিকেট মোটেই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। এসবের মাঝেও একজনের কথা বলতেই হবে আলাদা করে। তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। তিনি যে আদৌ ফের পাকিস্তানের জার্সিতে খেলতে পারেন, এমনটাই ভাবতে পারেননি অনেকেই। তবে সেই সরফরাজই সিরিজের সেরা হয়ে চমকে দিলেন। 

আট বছর পর জাতীয় টেস্ট দলে ফিরে ৩৫ বছরের ব্যাটার বুঝিয়ে দিলেন যে, তিনি শেষ হয়ে যাননি। প্রথম টেস্টে সরফরাজ পরপর দুই ইনিংসে ৮৬ ও ৫৩ রান করেছিলেন। দ্বিতীয় তথা সিরিজের অন্তিম টেস্টে এসে সরফরাজ শতরানের মুখ দেখলেন। প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি। কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন সরফরাজ। ১৭৬ বলে ১১৮ করেন প্রাক্তন পাক অধিনায়ক। সেঞ্চুরির পর আবেগি হয়ে পড়েন সরফরাজ। কিন্তু তাঁর চেয়েও অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর স্ত্রী সায়েদা খুশবন্ত। গ্যালারিতে যখন ক্যামেরা প্যান করেছিল, তথন দেখা যায় যে সায়েদা মুখ লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন স্বামীর সাফল্যে খুশি হয়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সরফরাজ এই সিরিজে মোট ৩৯৩ রান করেছেন। 

আরও পড়ুন: Watch | Shaun Tait: প্রশ্ন শুনেই অগ্নিশর্মা পাক বোলিং কোচ! রিপোর্টারের সঙ্গে চলল উত্তপ্ত বাদানুবাদ

আরও পড়ুন: IND vs PAK: জয় শাহকে কটাক্ষের জের, পিসিবি প্রধানকে পালটা দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে, নিজেদের ঘরের মাঠে বাবর আজমের দল ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডের । এই প্রথম পাকিস্তান তাদের ঘরের মাঠে লালবলের ক্রিকেটে চুনকাম হয়েছে। লজ্জার ইতিহাস লিখেছেন বাবররা। এই ঘটনার পরেই রামিজ রাজাকে সরতে হয়েছে পিসিবি-র প্রধান পদ থেকে। ফের দায়িত্ব নেন নামাজ শেঠি। একই সঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক হন শাহিদ আফ্রিদি। তিনিই সরফরাজকে ফেরান। আফ্রিদিকে যদিও প্রচুর সমালোচনা হজম করতে হয়েছিল যার জন্য। কিন্তু আফ্রিদিও কোথাও আজ জিতে গেলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)