Suvendu Adhikari: পঞ্চায়েতে ভোট না দিতে দিলে ব্যালট বাক্স পুকুরে ফেলার হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম দিবসে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের লড়াইয়ের লাইন ঠিক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট না দিতে দিলে ব্যালট বাক্স ধরে পুকুরে ফেলার নিদান দিলেন নন্দীগ্রামের বিধায়ক।

শনিবার চণ্ডীপুরের সভায় তিনি বলেন,‘আগামী পঞ্চায়েত নির্বাচন বিজেপি নেতা-কর্মীদের কাছে ডু এর ডাই (মরণ-বাঁচন) লড়াই। প্রতিরোধ করতে হবে। ভোট যদি না দিতে দেয় তবে তোমারও নাই, আমারও নাই। ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব।’ দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা,‘জোট বাঁধুন তৈরি হোন।’

এ প্রসঙ্গে শুভেন্দু জেলায় বামপন্থী আন্দোলনের কথা স্মরণ করিয়ে বলেন,‘এই জেলা থেকেই পরিবর্তনের সূচনা হয়। বামপন্থীদের আন্দোলন, তেভাগা আন্দোলন, গীতা মুখোপাধ্যায়, সুকুমার সেনদের আন্দোলন জমিদার ও বুর্জোয়দের রুখে দিয়েছিল।’ আবার তিনি নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন,‘এই জেলাতেই নন্দীগ্রাম আন্দোলন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন বার্লিন এপিসেন্টার ছিল, তেমনি ২০১১ সালের পরিবর্তনের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। এখানকার মানুষ বামফ্রন্টকে পরাস্ত করেছিল।’

মাস খানেক আগে পূর্ব মেদিনীপুরে গিয়ে ২০১৩-এর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আগেই কটাক্ষ করেছেন শুভেন্দু। এবার দলীয় কর্মীদের জোট বাধার বার্তা দিয়ে প্রয়োজনে ভোট‘বানচাল’করে দেওয়ার নিদান দিলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘গোটাটাই চোরের রাজত্ব। তৃণমূলের সবাই চোর। তাই ভয় পাবেন না। পঞ্চায়েত ভোট অবাধ করতে গেলে প্রতিরোধ করতে হবে।’