পুলিশের চা খাব না, ওদের বিশ্বাস করি না, যদি…অখিলেশের মন্তব্যের পালটা BJP

রবিবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতৃত্ব। এদিকে সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে শোনা যাচ্ছে পুলিশের সদর দফতরে চা খেতে চাইছেন না অখিলেশ যাদব। তিনি বাইরে থেকে চা আনানোর জন্য বলছেন। কারণ তিনি জানিয়ে দেন, আমি পুলিশকে বিশ্বাস করি না। এবার সেই ইস্যুতে অখিলেশকে তুলোধোনা করলেন বিজেপি নেতৃত্ব।

ভিডিয়োতে অখিলেশকে বলতে শোনা যায়, আমি এখানে চা খাব না। আমি নিজেরটা আনিয়ে নেব। তবে আপনাদের কাপ নিতে পারি। তবে এখানে চা দিলে আমি খাব না। যদি আপনারা বিষ মিশিয়ে দেন? আমি বিশ্বাস করি না। আমি বাইরে থেকে চা কিনে আনব। সত্যি আমি পুলিশকে বিশ্বাস করি না। বাইরে থেকে চা আনাচ্ছি। আপনিও খান। আমিও খাব।

এনিয়ে এবার অখিলেশকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের কর্তা অমিত মালব্য। তিনি টুইট করে লিখেছেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা মর্যাদাহানিকারক। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, রবিবার সকালে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতরে হাজির হন। তাঁর দলের এক নেতাকে পুলিশ কেন ধরেছে তা নিয়ে জানতে চান তিনি। আর তখনই পুলিশের সামনেই এই মন্তব্য করেন। আর সেই মন্তব্যই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। দলের তরফ থেকে মণীষ জগন আগরওয়ালের মুক্তির দাবিও তোলা হয়েছে।

অ্যাসিস্টান্ট সিপি অরবিন্দ কুমার ভার্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোশ্য়াল মিডিয়ায় অপমানজনক মন্তব্য করার জন্য মণীষ জগন আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছিল। আইটি অ্যাক্টে গত ৪ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়।

সমাজবাদী পার্টি হিন্দিতে টুইট করে জানিয়েছে, অখিলেশ যাদব লখনউতে পুলিশের সদর দফতরে গিয়েছিলেন। তবে সেখানে কোনও গুরুত্বপূর্ণ পুলিশকর্তা ছিলেন না। দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছিলেন, এখনও পর্যন্ত কেউ আমাদের সঙ্গে দেখা করেননি। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি পুলিশের সদর দফতরে গিয়েছিলেন। কেন মণীষ জগন আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছিল সেই কারণটা জানার চেষ্টা আমরা করছি।