Neeraj Chopra Hopes To Breach 90 Meter Mark In 2023


নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সের পরেও নীরজ চোপড়ার (Neeraj Chopra) ইতিহাস গড়ার পালা অব্যাহত। গত বছর প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ। নতুন বছরে ভারতীয় তারকা অ্যাথলিটের লক্ষ্য ঠিক কী? নিজের মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন নীরজ চোপড়া। 

নতুন বছরের লক্ষ্য

শনিবার (৮ জানুয়ারি) এক সাংবাদিক সম্মেলনে নীরজ বলেন, ‘আশা করছি এই বছরেই ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার যাবতীয় কথোপকথন শেষ হয়ে যাবে। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা একটা বিশেষ অনুভূতির। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের কাছে অহংকার করার মতো বিষয়। সেরা অ্যাথলিটদের জন্য এটা একটা বেঞ্চমার্ক বটে। আমি জানি অতীতে আমি এই এই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছি। আশা করছি এই বছরেই এই লক্ষ্য পূরণ করতে পারব।’ প্রসঙ্গত, গত বছরের জুনে নীরজ চোপড়া নিজের সেরা থ্রোটি করেন। ৮৯.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

কবে ফিরবেন নীরজ?

কিন্তু কবে আবার ট্র্যাকে ফিরবেন নীরজ (Neeraj Chopra Schedule)? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু ঠিক করেননি বলেই জানান ভারতের তারকা অ্যাথলিট। নিজের কোচের সঙ্গে বসেই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন নীরজ। ‘কবে ট্র্যাকে ফিরব, সেই নিয়ে সত্যি বলতে এখনও কিছু ঠিক করেনি। চিনের পরিস্থিতির খতিয়ে দেখে কোচের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব। যদি সূচি অনুযায়ী টুর্নামেন্টটি অক্টোবরে আয়োজিত হয়, তাহলে সম্ভবত আমার মরসুমটা একটু দেরি করেই শুরু করব যাতে এশিয়ান গেমস পর্যন্ত টানা খেলতে পারি।’ বলেন তিনি।

পরপর ইতিহাস গড়ার পর স্বাভাবিকভাবেই নীরজের থেকে ভারতীয় জনগণের প্রত্যাশাও বেড়েছে। তবে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় কিন্তু নীরজ প্রত্যাশার চাপ নিয়ে বিন্দুমাত্র ভাবেন না। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রত্যাশার চাপ নিয়ে বেশি ভাবি না। হ্যাঁ, নিজের থেকে নিজেরও কিছু প্রত্যাশা থাকেই। সেটাকে মানিয়ে নিতে হয়। তবে প্রতিযোগিতায় মাঠে নামার পর আমার মাথায় আর কিছু থাকে না। এই দিনের জন্যই এত খাটা খাটনি করা, এটা ভেবে যখন টুর্নামেন্ট খেলতে নামি তখন সবসময়ই নিজের ১০০ শতাংশ দিই। অনুরাগীদের প্রত্যাশা, ভালবাসা, সমর্থন আমায় ভাল পারফর্ম করতে আরও উদ্বুদ্ধ করে।’

আরও পড়ুন: কোচের আস্থা ও কঠোর অনুশীলনই সাফল্যমন্ত্র, দুরন্ত শতরান হাঁকিয়ে সাফ জানালেন সূর্যকুমার