TMC worker murdered: আমতায় তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ, পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

হাওড়ার আমতায় এক তৃণমূল কর্মী খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আমতার চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ সিপিএম কর্মীরাই লাল্টু মিদ্দ্যাকে (৩৩) খুন করেছে।

লাল্টুর বাড়ি আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, শনিবার রাত আটটা নাগাদ টোটো চালক লাল্টু বাড়িতে ফেরেন। তার পর গাড়ি রেখে খাওয়াদাওয়া করে বাড়ির অদূরেই একটি ফাঁকা জায়গায় বন্ধুদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজনরা লাল্টুর খোঁজখবর শুরু করেন। থানা অভিযোগ জানানোর কথাও ভাবছিলেন লাল্টুর পরিবার। সেই সময় স্থানীয় একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পরিবারের লোকজনরা তাঁর দেহ গিয়ে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ।

তাঁরা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠান। তাঁর দেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। এলাকায় বিরোধী দল হিসাবে শক্তিশালী সিপিএম। লাল্টুর স্ত্রীর অভিযোগ সিপিএমের লোকজনেরা তাঁকে মেরেছে। তিনি বলেন,‘এক সপ্তাহ আগে একদল লোক এসে আমাদের ঘর ভেঙে দিয়েছে। ও তৃণমূল করে। ওর অনেক শত্রু’। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,মহম্মদ সেলিম এলাকায় সভা করে যাওয়ার পরই উত্তেজনা তৈরি হয়। লাল্টুর স্ত্রী তাঁদের কাছে অভিযোগও করেছিলেন একদল লোক এসে রাতের বেলা তাঁদের বাড়ির দরজা ভেঙে দিয়ে যায়। তাঁরা সিপিএসের লোক বলেই দাবি করেন লাল্টুর স্ত্রী।

রবিবার সকালে আমতার চন্দ্রপুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।