BJP: পঞ্চায়েতের লক্ষ্যে গ্রামে গ্রামে যাবেন দিলীপ, সুকান্ত, শুভেন্দু-সহ দলের ১৮০ জন

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যে জনসংযোগ বাড়াতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই সারা বাংলায় ‘গ্রামে চলো’ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। এবার বিজেপি নেতারাও গ্রামে গ্রামে গিয়ে সম্মেলন করবে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের দলীয় নেতারা গ্রামে গ্রামে যাবেন। এই নেতাদের তালিকায় রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ১৮০ জন নেতা।

পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে আরও মজবুত করতে পঞ্চায়েত সম্মেলন করছে বিজেপি। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও তা অসম্পূর্ণ থেকে যায়। পরে তা বাড়ি ৬ জানুয়ারি করা হয়। এরপরে তা আরও বাড়িয়ে ২০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। বিজেপির কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

যদিও এ প্রসঙ্গে কিছুই বলতে চাননি বিজেপির মুখপাত্র শমীক ঘোষ। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’ তবে কোর কমিটির সিদ্ধান্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের পরামর্শ মেনে পথ নির্দেশিকা তৈরি করা হয়েছে। তার লক্ষ্য হল পঞ্চায়েত সম্মেলন শেষ করা। নেতাদের গ্রামে যেতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজারহাটে কোর কমিটির বৈঠক হয়। তাতে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ-পর্যবেক্ষক আশা লকরা প্রমুখ। তাতে কর্মীদের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বৈঠক করতে বলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, সম্প্রতি একাধিক দুর্নীতির সামনে এসেছে শাসক দলের বিরুদ্ধে। মূলত সেগুলিকেই এই সম্মেলনে হাতিয়ার করতে চাইছে দল। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে তারা সচেতনতা চালাবেন বলে জানা গিয়েছেন।