Sports Highlights: লরিসের অবসর, ফের মাঠের বাইরে বুমরা, রঞ্জিতে পরীক্ষা বাংলার, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:&nbsp;</strong>শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। <a title="রঞ্জি ট্রফি" href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>তে বঢোদরার বিরুদ্ধে নামছে বাংলা। অবসর নিলেন ফ্রান্সের গোলকিপার উগো লরিস।</p>
<p><strong>লরিসের অবসর</strong></p>
<p>আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লরিস। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এবার ফাইনালে উঠে <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a>র কাছে পরাস্ত হয় ফ্রান্স। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত লরিসের।</p>
<p><strong>ফের বাইরে বুমরা</strong></p>
<p>শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL) থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার।&nbsp;</p>
<p>সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।</p>
<p><strong>বেলের অবসর</strong></p>
<p>আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল। ওয়েলসের নেতৃত্বভার সামলেছেন দীর্ঘদিন। বেল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা, কোপা দেল রে জিতেছেন বেল। এমনকী তাঁর নেতৃত্বেই ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায় ওয়েলস। টটেনহ্যামের জার্সিতে পঞ্চাশের ওপর গোল করেছিলেন ওয়েলসের স্ট্রাইকার। ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরো নিয়ে রিয়াল মাদ্রিদ দলে নিয়েছিল বেলকে। লস ব্ল্যাঙ্কসদের হয়ে মোট ১৭৬ ম্যাচে ৮১টি গোল করেছিলেন। দেশের জার্সিতে মোট ৪১ গোল করেছেন বেল। বয়স ৩৪। অথচ এই বয়সেই বেলের অবসর ঘোষণার সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।</p>
<p><strong>পর্তুগালের নতুন কোচ</strong></p>
<p>পর্তুগাল ফুটবল দলে কোচ হলেন রবার্তো মার্তিনেজ (Roberto Martinez)। গত ফুটবল বিশ্বকাপ (Football World Cup) পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু বেলজিয়াম বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরই মার্তিনেজ সরে দাঁড়ান বেলজিয়ামের কোচের দায়িত্ব থেকে। অন্যদিকে পর্তুগালের কোচ হিসেবে ইউরো কাপ জিতলেও গত বিশ্বকাপে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ফার্নান্দো স্য়ান্তােস।&nbsp;</p>
<p><strong>রঞ্জিতে বাংলার পরীক্ষা</strong></p>
<p>বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। আগের ম্যাচেও নিয়েছেন ৪ উইকেট। তবে বঢোদরার বিরুদ্ধে সম্ভবত বাইরে বসতে হচ্ছে&nbsp; বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে। কারণ, বাংলা বনাম বঢোদরা ম্য়াচ খেলা হবে সবুজ পিচে (Bengal vs Baroda)। যেখানে বাড়তি সুবিধা থাকবে পেসারদের জন্য। যে কারণে চার পেসারে ঝাঁপাতে চলেছে বাংলা।</p>
<p>সবচেয়ে বড় কথা, এই ম্যাচে বাংলা পেয়ে যাচ্ছে মুকেশ কুমারকে। যিনি <a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে ছিলেন। জাতীয় শিবির থেকে ফিরে যোগ দিয়েছেন বাংলা দলে। বাংলার অন্যতম কোচ সৌরাশিস লাহিড়ী এবিপি লাইভকে বলছিলেন, ‘মুকেশ এসে যাওয়ায় আমাদের বোলিং আরও শক্তিশালী হয়েছে। কল্যাণীর পিচে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে। আমরা তিন পেসার ও পেসার-অলরাউন্ডার সায়নশেখর মণ্ডলকে নিয়ে নামছি। পেস দিয়েই প্রতিপক্ষকে দুবার অল আউট করে পুরো পয়েন্টের জন্য ঝাঁপাব।'</p>
<p><strong>জিদানের কাছে ক্ষমা চাইলেন</strong></p>
<p>&nbsp;জিনেদিন জিদানের উদ্দেশে (Zinadine Zidane) অপমানজনক কথাবার্তা বলেছিলেন তিনি। তীব্র ধিক্কারের মুখে পড়েছিলেন। এমনকী, এই মুহূর্তে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপেও প্রবল ক্ষোভ উগরে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত সোমবার জিদানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচের বিষয়ে তাঁর মন্তব্যে শুধু খেলোয়াড়রাই নন, রাজনীতিবিদদেরও ক্ষোভের কারণ হয়ে উঠেছিলেন গ্রায়েত।</p>