ভোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে বকুল বেগমকে হত্যা, ঢাকা থেকে গ্রেফতার ২

জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর নিরীহ বকুল বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ পরিকল্পনাকারী ও প্রধান আসামি সেলিম (৪২) এবং তার সহযোগী রফিক (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর মিরপুর ও ফকিরাপুল থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি দল।

রাত ৮টায় র‍্যাব -৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভোলা জেলার দুলারহাট থানাধীন শিকদার চরের জমির মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। যার একটি সেলিম গ্রুপ এবং অপরটি আসলাম গ্রুপ। ভিকটিম বকুল বেগমের স্বামী বাচ্চু স্থানীয় সেলিম গ্রুপের অনুসারী। পূর্ব পরিকল্পনামতে প্রতিপক্ষ আসলাম গ্রুপকে ফাঁসানোর জন্য সেলিম গ্রুপের অনুসারী বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন ২৯ নভেম্বর (২০২২) বিকেলে সেলিম পরবর্তী দিন ভোলা সদর কোর্টে মামলার হাজিরা দেওয়ার কথা বলে ভিকটিমের স্বামী বাচ্চুকে ভোলা সদরে পাঠিয়ে দেয় এবং সেই সুযোগে বকুল বেগমকে হত্যার জন্য অন্যান্য সদস্যদের একত্রিত করে।

জিজ্ঞাসাবাদে র‍্যাবকে তারা আরও জানায়, ২৯ নভেম্বর দিবাগত রাতে শিকদার চরে বকুল বেগমের বাসায় যায়। হত্যার সঙ্গে সহযোগী রফিক বাইরে পাহারা দেয় এবং অন্যান্য আসামিরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভিকটিম বকুল বেগমকেকুপিয়ে গুরুতর জখম করে হত্যা করে।

এ ঘটনায় প্রতিবেশী অলিল চৌকিদার বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এ বিষয়ে আসামীদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।