Calcutta High Court: ‘‌আবার ম্যাজিক দেখব কবে?’‌ এবার সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আর তারপর রিপোর্ট পেশ করতে হবে। আজ, সোমবার এই মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘সিবিআইয়ের ম্যাজিক আবার কবে দেখব?’ এই প্রশ্নে অবশ্য বেশ চাপে পড়ে যায় সিবিআই।

ঠিক কী বলেছেন বিচারপতি?‌ আজ, সোমবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সিবিআইয়ের আইনজীবীকে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌২০২২ সালের নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও কোনও আলো দেখা যায়নি।’‌ তখন সিবিআইয়ের আইনজীবী জানান, তাঁরা দ্রুত আসল সত্য সামনে আনবেন। তাতে আরও হতাশ হয়ে পড়েন তিনি।

আর কী জানান সিবিআই আইনজীবী?‌ বিচারপতির হতাশা এবং ক্ষোভ বুঝতে পেরে আইনজীবী আরও জানান, চাকরির নিয়োগে কারচুপি নিয়ে তদন্ত চলছে। এখনও অনেক খবর আসছে। নদিয়া জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের কাছে আবার চাকরির জন্য ফোন করা হয়েছিল। সেই ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এই নিয়ে আদালতে রিপোর্ট পেশ করা হবে।

তখন বিচারপতি কী বললেন?‌ আগে শিক্ষক নিয়োগে ওএমআর শিট বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘যিনি ৩ নম্বর পেয়েছিলেন, তাঁর নম্বর হয়ে গিয়েছে ৫৩। এসব হল কী করে? জাদুকর কে? পিসি সরকার জুনিয়র নাকি সিনিয়র? কার ছোঁয়ায় নম্বরে ম্যাজিক হল?’ এবার সিবিআইকে জিজ্ঞাসা করলেন, ‘‌আবার ম্যাজিক দেখব কবে?‌’‌