Governor CV Ananda Bose: প্রাক্তনের পথ অতীত, উচ্চশিক্ষা দফতর মাধ্যমে উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের বসার ইচ্ছা আগেই জানিয়েছিলেন। এবার আইন মেনে উচ্চশিক্ষা দফতর মারফত তাঁদের সঙ্গে বৈঠকে বসার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী ১৭ জানুয়ারি রাজভবনে হবে এই বৈঠক।

আগে রাজ্যপাল সরাসরি আমন্ত্রণ জানিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে পারতেন। কিন্তু রাজ্য সরকার সেই আইন সংশোধন করে। সংশোধিত আইন অনুযায়ী উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চশিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। সেই আইন মেনেই রাজ্যপাল উপাচার্যদের রাজভবনে ডেকেছেন। ১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টার সময় রাজভবনে উপাচার্যদের উপস্থিত হতে বলা হয়েছে। ইতিমধ্যেই সেই আমন্ত্রণ উচ্চশিক্ষা দফতর মারফত ইমেলে করে সব উপাচার্যকে জানানো হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবও।

এর আগে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু তিনি এই আইন না মেনে সরাসরি উপাচার্যদের ডেকে পাঠান। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শুধু সেই বিষয়ই নয় শিক্ষাক্ষেত্র-সহ আরও নানা বিষয় নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রায় রোজকার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু নতুন রাজ্যপাল আসার পর সেই সেই সংঘাতের আবহ স্থিমিত হয়েছে বলে মনে করা হচ্ছে। 

কিছুদিন আগে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘উনি খুব ভালো মানুষ। আর কোনও সমস্যা থাকবে না।’ উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকাতে গিয়ে নতুন রাজ্যপাল যে ভাবে নিয়ম মেনে তাঁদের আমন্ত্রণ জানালেন, তাতে পরিষ্কার, রাজ্যের সংঘাত তিনি এড়িয়েই চলতে চান। 

রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়গুলির সস্পর্কে বিস্তারিত জানানোর জন্যই রাজ্যপাল এই বৈঠক ডেকেছেন। রাজ্যের একধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সেই বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগেও তৎপরতা শুরু করেছে উচ্চ শিক্ষা দফতর। গঠন করার হয়েছে সার্চ কমিটি। আগামী দিনে সেই সার্চ কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup