IND Vs SL 1st ODI: Virat Kohli Could Break Sachin Tendulkar’s Couple Of Records


গুয়াহাটি: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (IND vs SL)। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচের মাধ্যমেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কোহলি। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি বিরাট কোহলির সামনে।

রেকর্ডের হাতছানি

ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর দখলে দেশের মাটিতে সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরান করার রেকর্ড রয়েছে। বর্তমানে বিরাট কোহলি দেশের মাটিতে ১৯টি শতরান হাঁকিয়েছেন। বর্ষাপাড়া স্টেডিয়ামে বিরাট যদি মঙ্গলবার শতরান হাঁকাতে পারেন, তাহলেই তিনি সচিনের রেকর্ডে ভাগ বসিয়ে ফেলবেন। এই সিরিজে একাধিক শতরান করতে পারলে সচিনের রেকর্ড ভেঙে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। 

এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ব্যক্তিগত রেকর্ডও বেশ ভাল। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ৬০-র গড় ও ৯০-র অধিক স্ট্রাইক রেটে রান করেছেন। তাঁর দখলে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক আটটি ওয়ান ডে শতরান করার রেকর্ডও। তবে এক্ষেত্রে তিনি যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী। সচিনও শ্রীলঙ্কার বিরুদ্ধে আটটি শতরান করেছেন। আজ শতরান করলে সেই রেকর্ড এককভাবে কোহলি দখলে চলে আসবে। ‘কিংগ কোহলি’ এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে মোট ১২৪৭১ রান করেছেন। আর ১৮০ রান করলেই তিনি কিন্তু ওয়ান ডেতে সর্বাধিক রান করা প্রথম পাঁচ ব্যাটারদের তালিকায় সামিল হয়ে যাবেন। তাই আজ ম্যাচে কোহলির দিকে কিন্তু বিশেষ নজর থাকবেই।

সাপ দূর করার স্প্রে

অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম ওয়ান ডের আগেই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (Barsapara Cricket stadium) এবং তাঁর আশেপাশের সমস্ত আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Assam Cricket Association) তরফে। 

কিন্তু হঠাৎ সাপ দূর করার স্প্রে কেন? গত বছরের অক্টোবর মাসে এই মাঠেই আয়োজিত হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচেই মাঠের মধ্যে হঠাৎ করেই একটি সাপ ঢুকে পড়ে। মিনিট পাঁচেকের জন্য ম্যাচ বাধ্য করেই বন্ধ রাখতে হয়। শেষমেশ এক মাঠকর্মী কোনওক্রমে ওই সাপকে মাঠ থেকে বের করতে সক্ষম হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই ভারত-শ্রীলঙ্কার ম্যাচের সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের জায়গাগুলিতে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘মশা, মাছি দূরে রাখতে কীটনাশক তো স্প্রে করা হচ্ছেই, এছাড়া মাঠ এবং তার আশেপাশের সমস্ত কমপ্লেক্সে আমরা সাপ দূরে রাখার কেমিক্যাল স্প্রে করছি।’

আরও পড়ুন: ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন, অকপট স্বীকারোক্তি শ্রীলঙ্কান অধিনায়ক শানাকার