Blanket & bedroll: দুর্গন্ধ কম্বল ও বেডরোলে, অসুস্থ যাত্রী, স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে চিকিৎসা

লখনউ-বারাণসী কৃষক এক্সপ্রেসে (১৫০০৮) যাত্রীদের দুর্গন্ধযুক্ত বেডরোল ও কম্বল দেওয়ার অভিযোগ উঠল। ওই বেডরোল ও কম্বল থেকে এমন দুর্গদ্ধ বেরোতে থাকে যে কোচের তিন জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে বাদশানগর রেলস্টেশনে ট্রেন থামিয়ে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসা করা হয়।

কৃষক এক্সপ্রেসের এসি বি ফাইভ কোচে যাত্রীদের যে বেডরোল ও কম্বল দেওয়া হয়, সেগুলি খুলতে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এই গন্ধে তিন যাত্রীর বমি বমি ভাব দেখা দেয়। এঁদের মধ্যে একজন বয়েস সত্তর বছর। বাকি দু’জন মহিলা। গন্ধে তীব্রতা এতটাই ছিলে যে ওই যাত্রীর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি নিকটবর্তী স্টেশন বাদশানগরে ট্রেনটিকে দাঁড় করাতে হয় অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য। প্রায় তিরিশ মিনিট ট্রেনটি সেখানে দাঁড়িয়ে থাকে। চিকিৎসকরা যাত্রীদের চিকিৎসা করেন।

উত্তর-পূর্ব রেলে জনসংযোগ পঙ্কজ সিং বলেন,’যাত্রীরা সুপারভাইজারকে অভিযোগ করার পর, সেই কম্বল ও বেডরোলগুলির পরিবর্তন করা হয়। যাত্রীরা অসুস্থ বোধ করছিলেন, তার বমিও করেন। তাই ট্রেনটিকে ৩০মিনিটের জন্য বাদশানগর স্টেশনে থামানো হয়।’

কিন্তু প্রশ্ন হল, পরীক্ষা না করে কেন দুর্গন্ধ যুক্ত বেডরোল এবং কম্বল দেওয়া হল?  এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি রেল।

জনসংযোগ আধিকারিক বলেন, ‘বাদশানগর স্টেশনে ট্রেন থামানোর পর ওই তিন যাত্রীকে কোচের মধ্যেই রেলের চিকিৎসকরা অসুস্থ যাত্রীদের চিকিৎসা করেন। ওষুধ দেওয়ার পর তাঁদের অবস্থার উন্নতি হয়। যাত্রীদের যথাযথ পরীক্ষা করে ট্রেনটি আবার গন্তব্যের দিকে রওনা দেয়।’

কেন এই ধরনের বেডরোল ও কম্বল দেওয়া হল, তা তদন্ত শুরু করেছে উত্তর-পূর্ব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup