Central Team Coming To State For Mid Day Meal Project Review

কলকাতা: আবাস যোজনার (Awas Yojona) পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল (Mid Day Meal) পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল। সূত্রের খবর, জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক। কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প? পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। সূত্রের খবর, রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র। 

কথা ছিল, জানুয়ারি থেকেই মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস। কোথাও সাপের পর, এবার মিড ডে মিলে টিকটিকিও মিলল বলে অভিযোগ। যা নিয়ে হুলুস্থুলকাণ্ড হল পাঁশকুড়ার মাইসরা এলাকায়। মিড ডে মিলে সাপ মেলার ঘটনায় যেদিন, বীরভূমের ময়ূরশ্বরের স্কুলে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। সেদিনই, পাঁশকুড়ার শ্যামপুরের ICDS স্কুলের মিড মে মিলে টিকটিকি মেলার অভিযোগ উঠল। এই স্কুলের পড়ুয়ার পরিবারের দাবি, শুক্রবার, স্কুল থেকে মিড ডে মিলে খিচুড়ি আর ডিম দেওয়া হয়েছিল। বাড়িতে এসে, খাওয়ার সময় দেখা যায়, খিচুড়ির মধ্যে সিদ্ধ হয়ে রয়েছে একটি টিকটিকি।মিড ডে মিলের খিচুড়ি না খাওয়ার জন্য এলাকায় প্রচার করা হয়। খবর পেয়ে, গ্রামে পৌঁছোয় মেডিক্যাল টিম।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator