Justice Rajasekhar Mantha: এজি গেলেও বিচারপতি মান্থার এজলাসে যাচ্ছেন না সরকারি আইনজীবীরা, তবে কি বয়কট জারি?

সরকারি আইনজীবীদের একাংশ শুক্রবারও বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করলেন। ফলে ব্যাহত হল আদালতের কাজ। তবে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতি মান্থার এজলাসে সব মামলাতেই হাজির হয়েছেন।

হাইকোর্ট সূত্রে খবর, শুক্রবার ৬০০টিরও মামলার শুনানি ছিল মান্থার এজলাসে। কিন্তু অধিকাংশ মামলার শুনানিতেই হাজির ছিলেন না সরকারি আইনজীবীরা। ফলে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। কিছু মামলার ক্ষেত্রে পুলিশের থেকে রিপোর্ট নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন বিচারপতি। 

বার কাউন্সিল, আইনজীবীদের এই এজলাস বয়কটকে মেনে নেয়নি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঘুরপথে সরকারি আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কট করছেন। এ দিন ৩৬ টি মামলার শুনানিতে হাজিরে ছিলেন না সরকারি আইনজীবীরা।

তবে বিচারপতি মান্থার এজলাসে ওঠা মামলার মধ্যে যে মামলাতে তাঁর হাজির থাকার কথা ছিল সেই মামলাগুলিতে হাজির থাকেন এজি। তিনি বলেন, ‘আমার উপর মামলার হাজির না হওয়ার কোনও নির্দেশ নেই। ওই এজলাসে যে মামলা রয়েছে তার সবগুলিতে আমি অংশ নিয়েছি। বাকি সরকারি আইনজীবী কেন যাচ্ছেন না তা আমার পক্ষে বলা সম্ভব নয়।’

প্রসঙ্গত, গত সোমবার বিচারপতি মান্থার এজলাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদের একাংশ। এই বিক্ষোভকে কেন্দ্র করে হাতহাতিও শুরু হয়ে যায় আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কটেরও প্রস্তাব দেন বার কাউন্সিলে। কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে সেই প্রস্তাব খারিজ করা হয়। এই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন ভারতীয় বার কাউন্সিল। কিন্তু পরও শুনানিতে শুক্রবার হাজির হননি সরকারি আইজীবীদের একাংশ। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup