Himachal Pradesh Cricketer Sidharth Sharma Passes Away At 28

নয়াদিল্লি: আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না। 

বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ। 

টেস্ট দলে জাডেজা, বুমরাকে নিয়ে রহস্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর থেকে মাঠের বাইরে তিনি। হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হল রবীন্দ্র জাডেজাকে। তবে বোর্ড থেকে এও জানানো হল যে, জাডেজা ফিট হয়ে গেলে তবেই তিনি খেলবেন। যদিও প্রশ্ন উঠছে, ফিটনেস নিয়ে নিশ্চিত না হয়েও কেন জাডেজাকে দলে রাখা হল?

অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কেন এখনও ফিট হতে পারেননি বুমরা, তা নিয়েও উঠছে প্রশ্ন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে (ODI) ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর দুই সিরিজেই নেই কে এল রাহুল (KL Rahul) ও অক্ষর পটেল (Akshar Patel)! কিন্তু কেন?

ভারতের দল দেখে অনেকে প্রশ্ন করা শুরু করে দেন। বলাবলি শুরু হয়, তাহলে কি দুই ক্রিকেটারের কোনও চোট রয়েছে?

পরে কারণ ব্যাখ্যা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডই। জানানো হয় যে, পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন রাহুল ও অক্ষর। সে জন্যই তাঁদের দলে রাখা হয়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা (Team India) করা হল। ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ ও মহম্মদ শামি।