Dooars festival: ডুয়ার্স উৎসবে ‘আমন্ত্রণ মেলেনি’, প্রতিবাদে টিকিট কেটে ঢুকলেন ৪ বিজেপি বিধায়ক

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ৭ জানুয়ারি থেকে ডুয়ার্স উৎসব শুরু হয়েছে। এই উৎসবে তাদের সাংসদ, বিধায়কদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ করল বিজেপি। প্রতিবাদে দলের চার বিধায়ক টিকিট কেটে উৎসবে গেলেন। তবে তৃণমূলের দাবি, উৎসবে শুধু বিশিষ্টজনদেরই আমন্ত্রণ জানানো হয়েছে , কোনও রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়নি। সে কারণে আমন্ত্রণ পাননি বিজেপি বিধায়ক ও সাংসদরা।

প্রসঙ্গত, ২০০৫ সালে বাম জামানায় শুরু হয় ডুয়ার্স উৎসব। মাঝে কোভিডের কারণে বন্ধ থাকলেও, ফের এই উৎসব শুরু হয়েছে। এই উৎসব ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে । ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে এবার জনসমাগমও চোখে পড়ার মতো। কিন্তু ছন্দ কেটেছে আমন্ত্রণ নিয়ে রাজনৈতিক তরজায়।

বিজেপি অভিযোগ করেছে ডুয়ার্স উৎসব একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উৎসবে পরিণত হয়েছে। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার বলেন,’ডুয়ার্স উৎসব কোনও নির্দিষ্ট ধর্ম,বর্ণ, জাতি বা রাজনৈতিক দলের উৎসব নয়। সাধারণ মানুষের উৎসবকে একটি নির্দিষ্ট রাজৈনতিক দলের উৎসবে পরিণত করা হয়েছে। আমরা তা মেনে নিতে নিতে পারব না।’

মনোজ টিগ্গা আরও অভিযোগ করেছেন, এই উৎসবকে কেন্দ্র ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা তুলছে তৃণমূল। তাঁর অভিযোগ, জেলাশাসকে সঙ্গে হোটেল ব্যবসায়ীদেক কাছ থেকে টাকা তোলা হচ্ছে।

উৎসব কমিটিক কাছে থেকে তাঁরা কোনও আমন্ত্রণ না পাওয়ায় শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার, কালচিনি, মাদারিহাট ও কুমারগ্রামের চার বিজেপি বিধায়ক। তাঁদের অভিযোগ, এই ঘটনা নতুন নয়। কোনও সরকারি অনুষ্ঠানেই তাঁরা পান না। মনোজ টিগ্গা বলেন, ‘আমরা কোনও দিন কোনও সরকারি অনুষ্ঠানে ডাক পাইনি। সব অনুষ্ঠানকে তৃণমূল দলের অনুষ্ঠান মনে করে। ডুয়ার্স উৎসব কারও পৈতৃক সম্পত্তি হতে পারেন।’

বিজেপির এই অভিযোগকে কোনও গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। দলের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন,’আলিপুরদুয়ারের বিশিষ্টজনদেরই ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup