S‌uvendu-Mamata: ‘‌কেন্দ্র বিমানবন্দর–এইমসের জন্য জমি চাইছে, দিন না’‌, মমতার কাছে আর্জি শুভেন্দুর

রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তিনি সবসময় গালিগালাজ করে থাকেন। কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ জানিয়ে প্রকল্পের টাকা আটকে দেওয়ার কৌশল নেন। এমনকী ইডি–সিবিআইয়ের ভয় দেখান। একদা যে দলে তিনি একাধিক পদে ছিলেন সেই দলকে (‌তৃণমূল কংগ্রেস)‌ তোলামূল পার্টি বলে কটাক্ষ করেন। এবার তাঁকেই মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের কথা। হ্যাঁ, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শ্যামনগরে ইএসআই হাসপাতালের মাঠে বিজেপির এক সভা থেকে এমন আবেদনই করতে শোনা যায় শুভেন্দুর মুখে।

ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা?‌ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার বিমানবন্দরের জন্য জমি চাইছে। দিন না। আর একটা বিমানবন্দর বানাবে। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে, সুন্দরবনে, জঙ্গলমহলে এইমস গড়বে বলে জমি চাইছে। বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি চাইছে কেন্দ্রীয় সরকার। দিন না আপনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দেবেন, রাজধর্ম কাকে বলে।’‌ যদিও রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের জন্য জমি দেওয়া থেকে শুরু করে অসুবিধায় পাশেই দাঁড়িয়েছেন একাধিকবার।

আর কী জানা যাচ্ছে?‌ একুশের বিধানসভা নির্বাচনে ২০০ পার হয়নি বিজেপির। বরং তারপর থেকে যত নির্বাচন হয়েছে বিজেপি গোহারা হয়েছে। এখন এমন অবস্থা যে বাংলায় বিজেপি ক্রমাগত ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। সেখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে হাজির হচ্ছেন। আর বিজেপি রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে প্রচার করছে। এদিন নন্দীগ্রামের বিধায়ককে বলতে শোনা গেল, দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার কতটা উদ্যোগ নিয়েছে। সুতরাং শুধু সরকারের বিরোধিতা করে জেতা যাবে না সেটা বুঝতে পেরেছেন তিনি বলে মনে করা হচ্ছে।

কোন খোঁচা জারি রাখলেন শুভেন্দু?‌ একদিকে জমি পেতে সহযোগিতা চাইলেন, অন্যদিকে রাজ্য সরকারকে আক্রমণও করলেন শুভেন্দু অধিকারী। এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌এখানে অনেক বিধায়ক এবং মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত। ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত আছেন। কেউ রেয়াত পাবেন না। একটু দেরি হচ্ছে। আর এই সরকার কোনও শিল্প গড়েনি। নিজে দাঁড়িয়ে থেকে বিধানসভা ভাঙিয়েছেন দিদি। ডিনামাইট দিয়ে সিঙ্গুরের মোটর গাড়ি কারখানা উড়িয়ে দিয়েছেন।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup