ODI World Cup: R Ashwin Wants World Cup Matches To Start Early To Minimise Dew Factor

চেন্নাই: চলতি বছরে ওয়ান ডে বিশ্বকাপ। তাও দেশের মাটিতে। অক্টোবর-নভেম্বর মাসের মহারণ নিয়ে অপেক্ষা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই।

তবে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে শিশির। অক্টোবর-নভেম্বরে খেলা মানেই দেশের প্রায় প্রত্যেক মাঠে শিশির সমস্যা দেখা দেবে। রাতের দিকে মাঠ ভিজে যাবে। পরে ফিল্ডিং করা দল সমস্যায় পড়বে। কারণ, ভেজা বল গ্রিপ করতে গিয়ে প্রতিকূলতা সামলাতে হবে বোলারদের। নষ্ট হতে পারে ছন্দ। বিগড়ে যেতে পারে লাইন-লেংথ। তাই সব দলই চাইবে টস জিতে আগে ফিল্ডিং করে নিতে। টস জিতলে ম্যাচে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকতে পারবে দলগুলি।

তবে টস যাতে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিতে না পারে, তার জন্য একটি প্রস্তাব দিচ্ছেন আর অশ্বিন (R Ashwin)। ভারতীয় অফস্পিনারের মতে, শিশির কাঁটা দূর করতে এগিয়ে আনা উচিত দিন-রাতের ম্যাচের সময়। অশ্বিন চাইছেন, দুপুর দেড়টার পরিবর্তে ম্যাচগুলি সকাল সাড়ে ১১টা থেকে শুরু করা হোক। ভারতের মাটিতে দিন-রাতের ওয়ান ডে ম্যাচগুলি সাধারণত দেড়টায় শুরু হয়ে থাকে। অশ্বিনের মতে, চিরাচরিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই শুরু করা হোক ওয়ান ডে বিশ্বকাপের ম্য়াচগুলি।

ব্যাখ্যা দিতে গিয়ে অশ্বিন গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচের উদাহরণ টেনে এনেছেন। যেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৩৭৩ রানের বড় স্কোর করেও শেষ পর্যন্ত ৬৭ রানে জয় পায়। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন, ‘ভারত মন্থর উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং বড় রান স্কোরবোর্ডে তুলেছিল। কিন্তু তার পরেও ভারতকে কঠিন লড়াই করতে হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিততে।’

অশ্বিন যোগ করেছেন, ‘দলের মধ্যে মানের পার্থক্য থাকছে না। টসে হেরে গেলে শিশির সেই ব্যবধান কমিয়ে দিচ্ছে। ওয়ান ডে বিশ্বকাপের জন্য আমার পরামর্শ বা আমার মতামত হল, আমরা কোন মাঠে এবং কোন সময়ে খেলছি সেটা দেখা। কেন বিশ্বকাপের ম্যাচ আমরা সকাল সাড়ে ১১টায় শুরু করব না?’

তবে সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হলে সম্প্রচারকারী চ্যানেলের সমস্যা হতে পারে। সেটা মেনে নিয়েও অশ্বিন বলেছেন, ‘আইসিসি খুব ভাল করেই জানে যে, সেই সময়ে ভারতে দিন-রাতের ম্যাচে শিশির সমস্যা থাকবে। তাই ম্যাচটি এগিয়ে নিয়ে আসাই যায়। আর যদি আমরা সাড়ে এগারোটায় শুরু করি, শিশির একেবারেই থাকবে না। সব ক্রিকেট ভক্তরা বিশ্বকাপকে প্রাধান্য দেবে এবং সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হলেও দেখবে।’

আরও পড়ুন: বল হাতে ৪ উইকেট নিয়েও সন্তুষ্ট নন মহম্মদ সিরাজ