‘Road To Recovery Has Begun’: Rishabh Pant Shares Heartfelt Message For Fans

নয়াদিল্লি: স্বস্তির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য। সফ অস্ত্রোপচার হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি উইকেট কিপার। গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথম বার মুখ খুললেন পন্থ। 

কী পোস্ট করেছেন পন্থ?

সোশ্যাল মিডিয়ায় পন্থ সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ”দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। অসাধারণ সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ।”

 


তিনি আরও লিখেছেন, ”সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিও সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।”

দিল্লির নতুন অধিনায়ক?

ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচের আগে এবিপি লাইভের প্রশ্নে সৌরভ বলেন, ‘পন্থ আইপিএলে খেলতে পারবে না। ওর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। তবে ও ফিরবেই। সামনে ওয়ান ডে বিশ্বকাপ। দেখা যাক কী হয়।’ তাহলে দিল্লি ক্যাপিটালসকে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন কে? অনেকে মনে করছেন, দৌড়ে এগিয়ে ডেভিড ওয়ার্নার। এর আগে অধিনায়ক হিসাবে যিনি সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সৌরভ যদিও এখনই কারও নাম বলছেন না। শুধু বললেন, ‘শীঘ্রই নাম ঘোষণা করে দেব আমরা।’