Agitation: বাঁকুড়ায় জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, কী এমন ঘটল?‌

এবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক। চায়ে পে চর্চার মধ্য দিয়ে জনসংযোগে নামেন বিধায়ক হরকালী প্রতিহার। তখন রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় টোটো চালক এবং গ্রামবাসীরা। যদিও এই ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের হাত দেখছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক। এখানে শাসকদল কোনও কাজ করেনি বলে তাঁর অভিযোগ। কিন্তু তা সত্ত্বেও বিধায়ককে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও।

ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, সামনেই পঞ্চায়েত নির্বাচন। সকলেই সংগঠন মজবুত করতে জনসংযোগে নেমে পড়েছেন। আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে বেরিয়ে টোটো চালক–সহ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। কোতুলপুরের নেতাজি মোড় এলাকায় টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়ককে হাতের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা।

ঠিক কী অভিযোগ তাঁদের?‌ বিক্ষোভকারী টোটো চালক এবং গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট বেহাল অবস্থা হয়ে পড়েছে। তার জেরে টোটো নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু বিধায়ককে দেখতে পাওয়া যায় না। কিছু বললেই শাসকদলের উপর দায় চাপিয়ে দেন। এবার এখন তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। তাই তাঁকে বলা হয়েছে সমস্যার কথা। এবারও তিনি তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়েছেন। তাই বিক্ষোভ করতে হয়েছে। সবই যদি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে ওনাকে বা ওনার দলের প্রার্থীকে মানুষ কেন ভোট দেবে?‌ এভাবেই চরম অসস্তিতে পড়তে হয় তাঁকে।

ঠিক কী বলছে বিজেপি–তৃণমূল কংগ্রেস?‌ এই বিষয়ে টোটো চালকদের এবং গ্রামবাসীদেরই কাঠগোড়ায় তোলেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, ‘‌টোটো চালকরা তৃণমূল কংগ্রেস নেতাদের মতো কথা বলছেন। ১১ বছরে তৃণমূল কংগ্রেস কোন উন্নয়ন করেনি। সেই দায় আমাদের উপর চাপানো হচ্ছে।’‌ আর কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী পাল্টা বলেন, ‘‌বিজেপি হচ্ছে পরিযায়ী পাখির মতো। ভোট এলে তাঁদের দেখতে পাওয়া যায়। আর ভোট ফুরিয়ে গেলে আর দেখতে পাওয়া যায় না। তাই সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁরা বুঝে গিয়েছেন বিজেপি ধান্দাবাজ।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup