দিদির দূত কর্মসূচিতে যোগ দিতে গেলে কেমন হবে তৃণমূলকর্মীদের পোশাক, জনসভায় তা জানিয়ে দিলেন দলের বিধায়ক। জানালেন, লাল চুল, আর কানে দুল পরে যাওয়া যাবে না দিদির দূত হিসাবে। বলে রাখি, ঠিক এই ভাষাতেই যুব তৃণমূল কর্মীদের আক্রমণ করে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার এক দলীয় সভায় উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে বলতে শোনা যায়, ‘বাড়িতে বাড়িতে যে দিদির দূতেরা যাবেন তাদের কিছু কথা মাথায় রাখতে হবে। ভোটারেরা ভাববেন দিদি যেমন, দিদির দূতেরাও তেমন। তাই নম্র ও সহনশীল হতে হবে। অল্পবসয়ী অনেকে দিদির দূত হয়ে যাবেন। তাদের পছন্দ ও রুচিবোধ আলাদা। অনেক সময় দেখি, চুল এমন করে কাটা, এখানে লাল, ওখানে দুল। এসব করা যাবে না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত এটা মাথায় রাখতে হবে।’
রাজ্যের প্রায় সর্বত্র দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। কোথাও অনুন্নয়ন, কোথাও গোষ্ঠী দ্বন্দের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী ও তৃণমূল কর্মীরা। এরই মধ্যে তৃণমূল বিধায়কের মন্তব্যে প্রশ্ন উঠল, যে যেমন তাঁকে সেভাবে ভোটারদের সামনে তুলে ধরা না গেলে দলে রাখা কেন? কারও রূচিবোধ দলের ভাবমূর্তির সঙ্গে মানানসই না হলে কেন তাঁকে দেওয়া হবে দিদির দূত হওয়ার দায়িত্ব? বিধায়কের এই নির্দেশ কি আসলে ভোটারদের চোধে ধুলো দেওয়ার চেষ্টা নয়?