‘৩৫ বছরের মাথা তরুণের কাঁধে!’ গিলের ডাবল সেঞ্চুরিতে থ গাভাসকর থেকে বীরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভমন গিল (Shubman Gill) গত রবিবার তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করলেন হায়দরাবাদে। বুধবার নিজামের শহরে ব্যাট শাসনে ফের একবার চিনিয়েছেন তাঁর জাত। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন পঞ্জাবের বছর তেইশের ব্যাটার। তাঁর ব্যাটে ভর করেই  নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত টস জিতে৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে। গিলের বিধ্বংসী ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বাইশ গজ। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ওপেন করতে নেমে ৪৯.১ ওভার পর্যন্ত ব্যাট করেন শুভমন ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন। ১৯টি চার ও ৯টি ছক্কা হাঁকালেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বি-শতরান করলেন গিল। 

গাভাসকর বলছেন, ‘অবিশ্বাস্য ইনিংস খেলেছে গিল। ৩৫ বছরের মাথা তরুণের কাঁধে। যেভাবে ও ইনিংসকে এগিয়ে নিয়ে গেল, বোলারদের কাউন্টারঅ্যাটাক করল, তা দুর্দান্ত। যেভাবে গিল সেঞ্চুরির পর গিয়ার বদলাল, দিনের শেষে দেখে দারুণ লাগল। ওর ইনিংস নিঃসন্দেহে ভবিষ্যত এবং একদিনের বিশ্বকাপের কথা বলবে।’ গিল এদিন ব্রেসওয়েলকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছয় মেরে নিজের ১৫০ করেন। ৪৯ ওভারে তিনি লকি ফার্গুনসনের ওভারে বিধ্বংসী হয়ে ওঠেন। তিন ছক্কা হাঁকান ওই ওভারে। এমনকী ছয় মেরেই দ্বি-শতরান করেন তিনি। প্রাক্তন ওপেনার সঞ্জয় মঞ্জরেকর আবার গিলের মধ্যেই দেখতে পেয়েছেন ধোনির মাথা। বীরু-অশ্বিনরাও ভূয়সী প্রশংসা করেছেন গিলের।

আরও পড়ুনShubman Gill, IND vs NZ: ঈশানকে টপকে ভারতের সবচেয়ে তরুণ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি! সচিন-বীরু-রোহিতের তালিকায় এবার শুভমন
 

 

 

 
সেঞ্চুরির হিসাবে ধরলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু’ম্যাচেই শতরান করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের  দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) ওয়ানডেতে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)