IND vs NZ 1st ODI: ব্রেসওয়েলের শতরান সত্ত্বেও, সিরাজের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল ভারত

<p><strong>হায়দরাবাদ:</strong> ৩৫০ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড দল। সেখান থেকে কার্যত একা হাতেই ম্যাচের রঙ বদলে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। দুরন্ত শতরান হাঁকান কিউয়ি অলরাউন্ডার। তবে শেষমেশ ১২ রানে ম্যাচ জিতল <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। <a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে গত ম্যাচে চার উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই ম্যাচেও তিনিই ভারতের সফলতম বোলার হিসাবে আবারও চার উইকেট নিলেন।&nbsp;</p>
<p><strong>একা লড়লেন ব্রেসওয়েল</strong></p>
<p>৩৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই ডেভন কনওয়েকে (১০) হারিয়ে চাপে পড়ে যায় নুিউজিল্যান্ড। কনওয়েকে ফেরান সিরাজ। ফিন অ্যালেন ৪০ রানের সুন্দর একটি ইনিংস খেলেন বটে। তবে তিনি আউট হতেই পরপর উইকেট হারায় কিউয়ি দল। কিউয়ি দলের মিডল অর্ডারের কেউই তেমন রান পাননি। হেনরি নিকোলস (১৮), ডারিল মিচেল (৯), টম ল্যাথাম (২৪), গ্লেন ফিলিপ্স (১১) সকলেই অল্প রানে সাজঘরে ফেরেন। এমন পরিস্থিতিতে কিউয়ি দলের জয় যখন কার্যত অসম্ভব মনে হচ্ছিল, তখনই ব্রেসওয়ল পাল্টা লড়াই শুরু করেন।</p>
<p>মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে ১৬২ রানের পার্টনারশিপ গড়েন ব্রেসওয়েল। স্যান্টনার ৪৫ বলে ৫৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও, ব্রেসওয়েল কিন্তু লড়াই থামাননি। একা হাতেই নিউজিল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। তবে শেষমেশ ম্যাচের শেষ ওভারে ১৪০ রানে শার্দুল ঠাকুর তাঁকে সাজঘরে ফেরান। ভারত এই ম্যাচ জিতলেও ব্রেসওয়েল ইনিংস কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। সিরাজের চার উইকেট ছাড়া ভারতের হয়ে কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর দুইটি করে উইকেট নেন।</p>
<p><strong>প্রথম ইনিংস</strong></p>
<p><a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেও মন খারাপ ছিল তাঁর। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শুভমন গিল বলেছিলেন, আরও বড় ইনিংস খেলা উচিত ছিল তাঁর।&nbsp;ভেতর ভেতর তিনি যে কতটা ফুটছিলেন, তা বোঝা গেল হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে। কিউয়ি বোলারদের নিয়ি ছিনিমিনি খেললেন পাঞ্জাবের ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করলেন। গিলের ব্যাটিং বিক্রমে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রান তুলল ভারত। কিউয়িদের সামনে ৩৫০ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল।</p>
<p>ভারতের ৩৪৯ রানের মধ্যে একা শুভমনই করলেন ২০৮ রান। তাঁর দাপট কতটা ছিল, সেই ছবিটা তুলে ধরার জন্য একটা তথ্যই যথেষ্ট। শুভমনের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা। কত করেছেন ভারত অধিনায়ক? ৩৪!&nbsp;নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হেনরি শিপলে ৯ ওভারে ৭৪ রান খরচ করেন। ১০ ওভারে ৭৭ রান দেন লকি ফার্গুসন। গোটা ইনিংসে একবারই সুযোগ দিয়েছিলেন শুভমন। শিপলের বলে তাঁরই হাতে ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ফলো থ্রু তে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি শিপলে। শুভমনের রান তখন ১২৪। তারপর যেন আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="পঞ্চম ভারতীয় হিসাবে দ্বিশতরান গিলের, নাম লেখালেন সচিন, রোহিতদের তালিকায়" href="https://bengali.abplive.com/sports/cricket/shubman-gill-fifth-indian-double-centurian-know-the-full-list-950074" target="_self">পঞ্চম ভারতীয় হিসাবে দ্বিশতরান গিলের, নাম লেখালেন সচিন, রোহিতদের তালিকায়</a></strong></p>