Majerhat metro station: এগিয়ে এল ডেডলাইন, পুজোর আগেই মাঝেরহাট মেট্রো চালু করতে মরিয়া RVNL

দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে জোকা-বিবাদী বাগ মেট্রোর জোকা থেকে তারাতলা অংশটি। এবার মেট্রো কর্তৃপক্ষ মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে। এ বছর পুজোর আগেই এই স্টেশনটি চালু করতে চায় রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সেইমতোই জোরকদমে চলছে মেট্রো স্টেশনের কাজ।

সপ্তাহখানেক আগেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হয়েছে। প্রাথমিকভাবে এই মেট্রো চলছে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে। আগে ঠিক হয়েছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে মাঝেরহাট স্টেশনের কাজ সম্পন্ন করা হবে। তবে পুজোর কথা মাথায় রেখে আরও ২ মাস সেই লক্ষ্যমাত্রা এগিয়ে আনা হয়েছে। 

রেল বিকাশ নিগম লিমিটেডের এক আধিকারিক জানিয়েছেন, ‘জনসাধারণ চাইছেন দ্রুত মাঝেরহাট স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করুক। তাই আমরা মাঝেরহাট মেট্রো স্টেশন সম্পন্ন করার কাজ আরও দুই মাস এগিয়ে এনেছি।’ প্রসঙ্গত, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো লাইনের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। মাঝেরহাট পর্যন্ত এই মেট্রো লাইন সম্প্রসারিত হলে সে ক্ষেত্রে আরও ২ কিলোমিটার এই মেট্রোর গতিপথ বাড়বে।

এই লাইনে মাঝেরহাট স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রুটে রয়েছে পূর্ব রেলের শিয়ালদা-বজবজ শাখা। প্রতিদিন এই শাখায় ট্রেন পথে বহু মানুষ যাতায়াত করে থাকেন। ফলে মাঝেরহাট পর্যন্ত মেট্রো লাইন বিস্তৃত হলে সেক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবেন। 

২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর মাঝেরহাট মেট্রোর স্টেশনের কাজ দু’বছর ধরে আটকে ছিল। এরপর ২০২০ সালে পুনরায় কাজ শুরু হয়। মাঝেরহাট মেট্রো স্টেশন নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি সম্পন্ন হয়েছে। রেল ট্র্যাকের উপর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। দুই পাশে স্টেশন ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে। যেহেতু স্টেশনের গুরুত্বপূর্ণ অংশ শেষ হয়ে গিয়েছে, বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)