Mithun Chakraborty: কারও কাকা হতে হবে না! পঞ্চায়েত ভোটে BJP জিতলে আমিই বাড়ি করে দেব, আশ্বাস মিঠুনের

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পেয়ে রাজ্যের  নানা প্রান্তে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের ওই আবাস যোজনাতেই বাড়ি তৈরি করে দেবেন বলেন আশ্বাস দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার জন্য প্রকৃত উপভোক্তাদের লোকসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। পঞ্চায়েত ভোটে বিজেপি জিতলেই বাড়ি পাওয়া যাবে বলে আশ্বাস দিলেন অভিনেতা। 

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীর সোনাখালিতে একটি সভায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘ বিজেপির কিছু পেতে কারও কাকা হতে হবে না। তৃণমূলের কিছু পেতে কাকা, ভাইপো নাতি, নাতনি হতে হয়….। যদি না মরে যাই, লোকসভা ভুলে যান, এই পঞ্চায়েত নির্বাচন জিতে যাঁদের কাঁচা বাড়ি আছে তাঁদের আমিই পাকা বাড়ি করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই হবে।’ 

সভায় তিনি যখন এই বক্তব্য রাখছিলেন সেই সময় মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দেন বঞ্চিত ও প্রকৃত উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি মিলবে ২০২৪-এ লোকসভা নির্বাচনের পর। কিন্তু মিঠুন তার আগেই পঞ্চায়েত ভোটে জিতে বাড়ি ব্যবস্থা করে দেওয়া আশ্বাস দিলেন। 

এ দিন ‘দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়া’ এবং আবাস যোজনার ‘দুর্নীতি’র প্রতিবাদে এক কিলোমিটার পদযাত্রা কর্মসূচি নিয়ে ছিল বিজেপি । পদযাত্রায় হাঁটেন মিঠুন। তার পরই তিনি এই প্রতিশ্রুতি দেন।

বুধবার সিএএ নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেন, ‘সিএএ নিয়ে সাধারণ মানুষকে অযথা ভয় দেখানো হচ্ছে। আসল ভোটার কার্ড ও আধার কার্ড থাকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। নাগরিকত্ব নিয়ে চিন্তা করতে হবে না।’ এদিনও তিনি সভায় তাঁর অভিনীত তুফান ছবির সংলাপ বলেন। মিঠুন বলেন,‘নাম তুফান। বছরে এক-আধবার আসি। যখন আসি প্রলয় ঘটে। যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। ’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup