Murali Vijay | Virender Sehwag: ‘শেহওয়াগের মতো স্বাধীনতা আমি পাইনি, পেলে….!’ বিস্ফোরক মুরলী বিজয়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয় (Murali Vijay) এখন স্মৃতির অন্তরালে! ২০১৫ সালে শেষবার দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেলেছেন প্রাক্তন ওপেনার। ২০১৮ সালে শেষবার লাল বলের ক্রিকেটে পাওয়া গিয়েছে ৩৮ বছরের তামিলনাড়ুর ওপেনারকে। বিজয়ের আইপিএল কেরিয়ারও প্রায় শেষের দিকে। ২০২০ সালের সেপ্টেম্বরে শেষবার আইপিএল (IPL) খেলেছেন তিনি। বিজয় অতীতে ওপেন করেছেন ভারতের ব্যাটিং মহারথী বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় এক দিকে যেমন বীরুর ভূয়সী প্রশংসা করেছেন, তেমনই সাফ বলেছেন যে, তিনি যদি নজফগড়ের নবাবের মতো স্বাধীনতা পেতেন, তাহলে অনেক কিছু করতে পারতেন জীবনে। 

বিজয় সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘সত্যি বলতে শেহওয়াগের মতো স্বাধীনতা আমি কখনও পাইনি। সচেতন ভাবেই এটা হয়েছে আমার সঙ্গে। শেহওয়াগ ওর জীবনে যা পেয়েছে, তা আমি পাইনি। আমি যদি ওরকম সমর্থন ও খোলামেলা ভাবে কথা বলার সুযোগ পেতাম, তাহলে আমিও চেষ্টা করতে পারতাম। একটা বিষয় মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে দলের সমর্থনের ওপরেই প্লেয়ারের অবদান নির্ভর করে। অত্যন্ত উচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতা, বিভিন্ন ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার খুব একটা বেশি সুযোগ থাকে না কারোর কাছে।’শেহওয়াগের সঙ্গে ব্যাটিং করার প্রসঙ্গে বিজয় বলেন, ‘শেহওয়াগ যখন ক্রিজের অন্য প্রান্তে থাকত। আমি স্বাভাবিক খেলার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করেই খেলতাম। যেটা কঠিন ছিল। কিন্তু স্বাধীন শেহওয়াগকে দেখার অভিজ্ঞতা ছিল দৃষ্টিনন্দন। শেহওয়াগই ওরকম খেলা খেলতে পারে। আমার মনে হয় কেউ শেহওয়াগের মতো খেলতে পারে। ও ভারতীয় ক্রিকেটের জন্য় যা করেছে, তা অসাধারণ। আমি নিজের চোখে ওর ব্যাটিং দেখেছি। অসাধারণ বললেও কম, ওর সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে আমার। ওর মন্ত্রই ছিল অত্যন্ত সহজ। বল দেখো আর চালাও। ও ঠিক ওই মোডেই ব্যাট করত। ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বল ধেয়ে আসছে, ও গান গাইতে গাইতে খেলে দিত। অন্যরকমই অভিজ্ঞতা। যেটা কখনই স্বাভাবিক নয়।’ 

আরও পড়ুনMurali Vijay | BCCI: বিস্ফোরক বিজয়, সামনে আনলেন চাঞ্চল্যকর তথ্য
 
বিজয় দেশের হয়ে ৬১টি টেস্টে করেছেন ৩৯৮২ রান। ১২টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ ১৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭টি ওয়ানডে ম্যাচে বিজয়ের রয়েছে ৩৩৯ রান। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে একটি করে উইকেটও নিয়েছেন হাত ঘুরিয়ে। ৯টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ১৬৯ রান। ২০১৯ সালের পর বিজয় রঞ্জি ক্রিকেটও খেলেননি। তবে গতবছর বিজয় খেলেছেন তামিলনাড়ু প্রিমিয়র লিগ। বিজয়ের ক্ষোভ বিসিসিআই-এর ওপরেও। ধারাবাহিক ভাবে তিনি দলে সুযোগ না পাওয়া নিয়েও সোচ্চার হয়েছেন। পাশাপাশি বলেছেন যে, ভারতীয় ক্রিকেটারদের তিরিশের পর বৃদ্ধ ভাবা নিয়েই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)