Shubman Gill youngest batter to hit ODI double hundred

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১ মাস ৮ দিনের মাথায় ঈশান কিশানকে (Ishan Kishan) পিছনে ফেলে দিলেন শুভমন গিল (Subhaman Gill)। গত ১০ ডিসেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে একদিনের ফরম্যাটে দ্বিশতরান নজির গড়েছিলেন ঈশান। এবার সেই নজির নিজের নামে করে নিলেন ২৩ বছরের পঞ্জাব তনয়। রোহিত শর্মার (Rohit Sharma) ওপেনার হিসেবে কেন ঈশানকে খেলানো হচ্ছে না, সেটা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। তবে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে গত ম্যাচে ১১৬ রান করার পর, এবার ১৪৯ বলে ২০৮ রানে আউট হলেন তিনি। মারলেন ১৯টি চার ও ৯টি ছক্কা। একইসঙ্গে এই নজির গড়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও রোহিতের তালিকায় নাম লিখিয়ে নিলেন তিনি। গোটা বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজিরের মালিক হলেন তিনি। 

আরও পড়ুন: Hardik Pandya, IND vs NZ: ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বোল্ড হার্দিক! কাঠগড়ায় আম্পায়ার

আরও পড়ুন: Rohit Sharma and MS Dhoni: ধোনির কোন রেকর্ড ভেঙে দিলেন ‘হিটম্যান’ রোহিত?

সেঞ্চুরির হিসাবে ধরলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু’ম্যাচেই শতরান করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি (Virat Kohli) এবং শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) ওয়ানডেতে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন সচিন। সেই কীর্তির পরের বছর ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান করেছিলেন ‘নজফগড়ের নবাব’। সেই ইনিংস টিকে ছিল বছর তিনেক। ২০১৪ সালে সেটা ভেঙে দেন রোহিত। ইডেন গার্ডেন্সে ২০১৪ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেন তিনি। সেই ইনিংস এখনও এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১৫৮ বলে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে একটি-দু’টি নয়, তিন-তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিতের নামের পাশে। তৃতীয় ডাবল সেঞ্চুরি এসেছিল ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৭ সালে মোহালিতে ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, পাকিস্তানের ফখর জামান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দ্বিশতরান রয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)