TMC-BJP: শিলিগুড়িতে কেন্দ্রীয় দলের সামনেই হাতাহাতি তৃণমূল–বিজেপির, কেন এমন ঘটল?

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধিদল নির্দেশ না পাওয়া পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিল। এবার তাঁদের কাছে সুস্পষ্ট নির্দেশ আসায় আজ, মঙ্গলবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে বিভিন্ন বাড়ি ঘুরে দেখলেন তাঁরা। এখানে আসার পরই তৃণমূল কংগ্রেস–বিজেপি দু’‌দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি–তৃণমূল কংগ্রেস কর্মীরা। কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। তখন কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা নীরব দর্শক হয়ে থাকেন।

ঠিক কী ঘটেছে ফাঁসিদেওয়ায়?‌ এদিকে চারদিন পর কেন্দ্রীয় প্রতিনিধিদলকে সক্রিয় দেখে গ্রামবাসীরা উৎসাহিত হন। আজ, মঙ্গলবার আবাস যোজনার তদন্তে ফাঁসিদেওয়া ব্লকের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের দুই সদস্য। তাঁরা কিছুটা দুরে যেতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু’‌পক্ষই বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই হাতাহাতিতে পৌছে যায়। বিজেপি কর্মীরা কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের বাধা দেয়। আর তা নিয়েই বাদানুবাদ চলতে থাকে। যা হাতাহাতিতে পৌঁছয়।

আর কী করেন তাঁরা?‌ অন্যদিকে মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারপর তালিকা দেখে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সব জানতে চান। যাঁরা ঘর পেয়েছেন, আর যাঁরা পাননি—এই তালিকা মিলিয়ে দেখেন তাঁরা। যোগ্য–অযোগ্য খতিয়ে দেখেন তাঁরা। আজ সকালে তাঁরা যখন টামবাড়ি এলাকায় পৌঁছন তখন সেই দলের সামনেই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ এখানে উপস্থিত ছিলেন দু’‌পক্ষের কর্মী–সমর্থকরা। বিজেপি কর্মী–সমর্থকরা হাত তুলে চিৎকার করে বলতে থাকেন, কোন কোন বাড়ি গুলিকে সুবিধা করে দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বিজেপি প্রভাবিত করছে বলে অভিযোগ তোলেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। ফাঁসিদেওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন কুমার রায় বলেন, ‘‌আমরা চাই কেন্দ্রীয় দল নিরপেক্ষভাবে তদন্ত করুক। তাদের প্রভাবিত করার বিষয়ে আমাদের আপত্তি আছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup