বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব এখন আপিল কমিটির কাঁধে: ফারুকী | BD24Live.com

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’। তবে পূর্ণতা পায়নি তার নির্মিত এ সিনেমা। প্রায় সাড়ে তিন বছর ধরে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। তবে একই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফারাজ’। ভারতে সিনেমাটি মুক্তিও পেয়ে যাবে আগামী ৩ ফেব্রুয়ারি।

ফারুকীর দাবি, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। ফারুকীর পাশাপাশি অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরাও সিনেমাটি মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারুকী বলেন, বিভিন্ন দেশের উৎসবে ‘শনিবার বিকেল’ দেখানো হয়েছে। সেখানে বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সিনেমাটি দেখেছেন। তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো তো কিছু পাননি। তাদের মতে, সিনেমাটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি আরো বলেন, যে ঘটনার ছায়ায় আমি সিনেমা বানিয়েছি, একজন বিদেশি চলচ্চিত্রকার তো সেই ঘটনারই চিত্রায়ণ করেছেন। তার সিনেমাটি (ফারাজ) বিশ্বব্যাপী মুক্তি পাবে। এটা শুধু আমাদের দেশের চলচ্চিত্রকারদের আত্মমর্যাদার প্রশ্ন নয়, বরং বাংলাদেশেরই আত্মমর্যাদার ভার। বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব এখন আপিল কমিটির কাঁধে এসে পড়েছে। আমরা কি বাংলাদেশকে এমন দেশ হিসেবে পরিচিত করতে চাই, যেখানে শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে? আপিল কমিটির সদস্যদের মধ্যে অনেক খ্যাতিমান মানুষ আছেন। নিশ্চয়ই তারা ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবে।

নির্মাতার ভাষ্য, ‘শনিবার বিকেল’ সিনেমাটির শুটিংয়ের আগে তথ্য মন্ত্রণালয়ে চিত্রনাট্য জমা দিয়ে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের আনার আবেদন করা হয়। তথ্য মন্ত্রণালয় ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তর সেই স্ক্রিপ্ট পড়ে সিনেমাটি বানানোর অনুমোদন দেন। শুধু অনুমোদন নয়, সেসব দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের ফোন করে উৎসাহও দেন। সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি দেখে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বলেছেন, ‘এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিনেমা। দ্রুত ছাড়পত্র দেওয়া হবে।’ তাহলে সিনেমাটি নিয়ে কে বা কারা নিয়মবহির্ভূত কাজ করেছে গোয়েন্দারা সেটা খুঁজে বের করুক, এটা আমার দাবি।

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

শাকিল/সাএ