রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ | BD24Live.com

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

ছবি – সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামে রাতের আঁধারে গরু চুরির অভিযোগে এক নারীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন উপজেলার দিওড় ইউনিয়নের নূর ইসলামের স্ত্রী। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামে আজমল হোসেনের গরু চুরি করেন ইয়াসমিন নামের গৃহবধূ। এসময় শব্দ হলে বাড়ির মালিক আজমল হোসেনসহ পরিবারের লোকজন তাকে ধরে ফেলে। পরে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বাড়ির মালিক আজমল হোসেন জানান, গরু চুরির সময় ইয়াসমিনকে হাতে নাতে ধরা হয়েছে। এর আগেও গত ১৬ ডিসেম্বর রাতে ইয়াসমিন আমার অন্য একটি গরু চুরি করেছিল। ওই নারীর স্বামী একজন কসাই।

জানাতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার বলেন, রাতে অন্যের বাড়িতে চুরির অভিযোগে ৩৫৬ ধারায় ইয়াসমিন আক্তার নামের এক গৃহবধূকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আশরাফুল/সাএ