ইফতেখার-সাকিবের বিশ্বরেকর্ডে ম্যাচ জিতলো বরিশাল

জহুর আহমেদ স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন ইফতেখার হোসেন ও সাকিব আল হাসান। পঞ্চম উইকেট দুই জন মিলে ১৯২ রানের জুটিতে হয়ে যায় বিশ্বরেকর্ড। আর তাতে রংপুর রাইডার্সের লক্ষ্য দাঁড়ায় ২৩৯। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে বাজে শুরুর খেসারত দিয়েছে একবারের চ্যাম্পিয়ন রংপুর। এরপর ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭১ রানে থামে রংপুর ইনিংস। তাতে ৬৭ রানের বড় জয় পায় সাকিব আল হাসানের বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩৯ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে ঠিক যেভাবে শুরুর প্রয়োজন ছিল, সেটি করতে পারেনি রংপুর। পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট। সেখানে থেকে আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। সাত নম্বরে নামা মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৩৩ এবং আট নম্বরে নামা শামীম হোসেনের ২৪ বলে ৪৪ রানের ইনিংসের উপর দাঁড়িয়ে রংপুর কেবল ব্যবধান কমাতে পেরেছে। সবমিলিয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুরের স্কোর দাঁড়ায় ১৭১।

দারুণ বোলিং করে অফস্পিনার মেহেদী হাসান রংপুরের রানের চাকা আটকে রাখেন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ও কামরুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে সাকিব-ইফতেখার পাগলাটে ব্যাটিং করে ফরচুন বরিশালের স্কোরকে ২০০-তে নিয়ে যান বরিশালের এই দুই ব্যাটার বোলারদের ওপর এমনভাবে চড়াও হয়েছিলেন, ২২ গজে তারা কোথায় বল ফেলবেন খুঁজে পাচ্ছিলেন না। এদিন দুইজনের চার-ছক্কার বৃষ্টিতেই এলোমেলো হয়ে গেছে রেকর্ডবুকও। 

রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে ১২ ওভারে ফরচুন বরিশালের রান ৯৪। সেখান থেকে শেষ ৮ ওভারে ১৪৪ রান তুলে নেয় তারা। তার মধ্যে শেষ ৩ ওভারে ৭৩ রান। ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে নামেন ইফতেখার। পঞ্চম উইকেটে তারা মিলে গড়েন বিশ্বরেকর্ড। এর আগে অ‌্যাডাম হোস ও ড‌্যান মউসলি মিলে পঞ্চম উইকেটে ১৭১ রান করেছিলেন। তাদের ছাপিয়ে সাকিব-ইফতেখার এখন শীর্ষে। ৮৬ বলে ১৯২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন তারা।

ইফতেখার সেঞ্চুরি পেলেও সাকিব ৮৯ রানে অপরাজিত ছিলেন। ইফতেখার সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৪৫ বলে। ২৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান এ ব‌্যাটার। পরের পঞ্চাশ পেতে খেলেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৬ চার ও ৯ ছক্কায় সাজানো ছিল ইফতেখারের ইনিংসটি। সাকিব কিছুটা ধীরস্থিরভাবে শুরু করলেও ইফতেখারকে দেখে ভয়ঙ্কর রূপ নিলেন। ৩৩ বলে হাফ সেঞ্চুরির পর পরের ৩৯ রান করেছেন কেবল ১০ বলে। ৮৯ রানের ইনিংসটি সাকিবের বিপিএলে সর্বোচ্চ রান।

রংপুরের হাসান মাহমুদ ও হাসান রউফ দুটি করে উইকেট নিয়েছেন।